একই দিনে ভ্যাকদিনের দুটি ডোজ়, ঘটনায় শোরগোল
ওই মহিলার স্বামী রাম চরণ শর্মা জানিয়েছেন, নঙ্গাল স্বাস্থ্য কেন্দ্র থেকে তাঁর স্ত্রীকে একই দিনে ভ্যাকসিনের (Vaccine) দুটি ডোজ় দেওয়া হয়েছে।
দাউসা: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সারা দেশ। সম্প্রতি করোনার গ্রাফ সামান্য নামলেও চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না এখনই। দুশ্চিতা কাটাতে ও মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে সকলেরই ভরসা ভ্যাকসিন (Vaccine)। যদিও ভ্যাকসিনের ঘটতিতে জেরবার জনতা। কেউ হয়তো প্রথম ডোজ় নিয়েছেন আবার দ্বিতীয় ডোজ় নেওয়ার সময় ভ্যাকসিনের অভাব দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন!
এমন পরিস্থিতিতে রাজস্থানে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ৪৩ বছর বয়সী এক মহিলাকে একই দিতে ভ্যাকসিনের দুটি ডোজ় দেওয়ার অভিযোগ উঠল স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজস্থানের দাউসাতে। মহিলার অভিযোগ তাঁকে একই দিনে ভ্যাকসিনের দুটি ডোজ় একসঙ্গে দেওয়া হয়েছে।
কিরণ নামের ওই মহিলার স্বামী রাম চরণ শর্মা জানিয়েছেন, নঙ্গাল স্বাস্থ্য কেন্দ্র থেকে তাঁর স্ত্রীকে একই দিনে ভ্যাকসিনের দুটি ডোজ় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সকাল ১১টার সময় তারা ভ্যাকসিন নেন। বাড়িতে ফেরার পর স্ত্রীর জ্বর আসে। তখন তাঁর স্ত্রী অভিযোগ করেন তাঁকে ভ্যাকসিনের দুটি ডোজ় একসঙ্গে দেওয়া হয়েছে।
যদিও ঘটনার কথা অস্বীকার করেছে নঙ্গাল স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ। ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা দাবি করেছেন মহিলাকে দুবার টিকা দেওয়া হয়নি। শরীরে ব্যথা থাকার জন্য পরে ডাক্তার দেখানো হয় ওই মহিলাকে। ডাক্তার তাঁকে প্যারাসিটামল খেতে বলেছেন।
দাউসার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মণীশ চৌধুরী জানিয়েছেন, ভ্যাকসিন দেওয়ার সময় মহিলার হাত দিতে রক্ত বের হয়। সেই সময় ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তাঁকে ভ্যাকসিন দেওয়া হয়। দুবার নয়, একবারই ভ্যাকসিন দেওয়া হয়েছে। সামান্য জ্বর এলেও কিরণ এখন সুস্থ আছেন। চিন্তার কোনও কারণ নেই।