Rajdhani Express: রাজধানী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা! পরপর দু’টি ট্রেন উল্টে দেওয়ার ‘টার্গেট’ নিয়েছিল দুষ্কৃতীরা

Rajdhani Express: জানা গিয়েছে, সোমবার সন্ধেয় এই কাঠের টুকরোটি সর্বপ্রথম দেখতে পান রাজধানী এক্সপ্রেসের চালক। দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল সেটি। তখনই লাইনের উপর এমন কাঠের টুকরো দেখে আপৎকালীন ব্রেক কষেন লোকো পাইলট।

Rajdhani Express: রাজধানী এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা! পরপর দুটি ট্রেন উল্টে দেওয়ার টার্গেট নিয়েছিল দুষ্কৃতীরা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

May 20, 2025 | 12:35 PM

লখনউ: রাজধানী এক্সপ্রেসকে বেলাইন করার চেষ্টা। সোমবার বড় নাশকতার ছক কষেছিল এক দল দুষ্কৃতী। এদিন সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছে পুলিশ। এমনকি, শুধু রাজধানী এক্সপ্রেসই নয় লাইনচ্যুত করার চেষ্টা চলেছিল কাঠগুদাম এক্সপ্রেসকেও।

কিন্তু কোথায় এমন কাণ্ড ঘটেছিল? উত্তরপ্রদেশের হরদোই জেলার ডালেনগর ও উমরতলি স্টেশনের মাঝে। সেখানে রেল ট্র্যাকের উপর থেকে উদ্ধার হয়েছে বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় এই কাঠের টুকরোটি সর্বপ্রথম দেখতে পান রাজধানী এক্সপ্রেসের চালক। দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল সেটি। তখনই লাইনের উপর এমন কাঠের টুকরো দেখে আপৎকালীন ব্রেক কষেন লোকো পাইলট। এরপর লাইন থেকে বাধা সরিয়ে আবার এগিয়ে যেতে শুরু করে রাজধানী।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই রাজধানী এক্সপ্রেসের পিছনেই ছিল লখনউগামী কাঠগোদাম এক্সপ্রেস। ডালেনগর ও উমরতলির স্টেশনের মাঝে যখন সেটি এসে পৌঁছয়, তখন ফের ওই একই ভাবে বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো লাইনে উপর পড়ে থাকতে দেখেন কাঠগোদাম এক্সপ্রেসের চালক। ট্রেন থামিয়ে আবার সরানো হয় কাঠের টুকরো।

রাজধানী এক্সপ্রেসকে লাইনচ্যুত করতে না পেরেই পিছনে আসা কাঠগোদাম এক্সপ্রেসকে নিশানা করেছিল দুষ্কৃতীরা, ঘটনাক্রম দেখে এমনটাই মত পুলিশের। গতকাল অর্থাৎ সোমবার সন্ধেতেই জেলার পুলিশ সুপার নীরজ কুমার জাদৌন ঘটনাস্থল ঘুরে দেখেন। ইতিমধ্য়েই এই ষড়যন্ত্রের নেপথ্য কাদের হাত রয়েছে, সেই উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ ও রেলপুলিশ।

মঙ্গলবার হরদোই পুলিশ তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘ট্রেন লাইনচ্যুত করার চেষ্টার অভিযোগ পেতেই ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ ও রেলপুলিশকে পাঠানো হয়। খতিয়ে দেখা হয় পরিস্থিতি। কারা এমনটা ঘটিয়েছে, সেই নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।’