Maharashtra New Governor: মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল রমেশ বইস, বদল হল আরও ১১ রাজ্যের রাজ্যপাল

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 12, 2023 | 11:16 AM

Governor Shuffle: শুধু মহারাষ্ট্র নয়, আরও ১১টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্যই নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। 

Maharashtra New Governor: মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল রমেশ বইস, বদল হল আরও ১১ রাজ্যের রাজ্যপাল
গ্রাফিক্স-টিভি৯ বাংলা।

Follow Us

নয়া দিল্লি: ইস্তফা দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারি (Bhagat Singh Koshiyari)। রবিবার তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।  তাঁর বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে বেছে নেওয়া হল রমেশ বইসকে (Ramesh Bais)। শুধু মহারাষ্ট্র নয়, আরও ১১টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্যই নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।

রবিবার সকালেই মোট ১২ রাজ্যের রাজ্যপাল বদলে নির্দেশিকায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বদল হচ্ছে মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, বিহারের রাজ্যপাল।  অরুণাচল প্রদেশের রাজ্যপাল বিডি মিশ্রকে বদলি করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক নতুন রাজ্যপালদের তালিকা-

  1. লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিভিক্রাম পরনায়ককে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।
  2. শ্রী লক্ষ্ণণ প্রসাদ আচার্যকে সিকিমের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।
  3. সিপি রাধাকৃষ্ণাণকে নিয়োগ করা হল ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে।
  4. শিব প্রতাপ শুক্লাকে নিয়োগ করা হল হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে।
  5. গুলাবচন্দ কাতারিয়াকে নিয়োগ করা হ অসমের রাজ্যপাল হিসাবে।
  6. অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল নাজিরকে নিয়োগ করা হল অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসাবে।
  7. বিশ্বভূষণ হরিচন্দন, যিনি এতদিন অন্ধ্র প্রদেশের রাজ্য়পাল ছিলেন, তাঁকে ছত্তীসগঢ়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।
  8.  ছত্তীসগঢ়ের রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকিয়েকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।
  9. মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশন, যিনি কিছুদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন, তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হল।
  10. বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।
  11. হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে নিয়োগ করা হল বিহারের রাজ্যপাল হিসাবে।
  12. ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বইসকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল।
  13. ব্রিগেডিয়ার বিডি মিশ্র, যিনি অরুণাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন, তাঁকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হল।

১২টি রাজ্যের রাজ্যপাল বদলের মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ হল মহারাষ্ট্রের রাজ্যপাল বদল। সম্প্রতিই তিনি শিবাজি সম্পর্কে মন্তব্য় করে বিতর্ক জড়িয়েছিলেন। এরপরে তিনি গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভগৎ সিং কোশীয়ারির ইস্তফাপত্র গ্রহণ করেন। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে শ্রী রাধাকৃষ্ণণ মাথুরের ইস্তফাপত্রও গ্রহণ করেছেন তিনি।

Next Article