Rana Kapoor: পদ্মভূষণ পেতে কংগ্রেসকে ঘুষ! ২ কোটি টাকা দিয়ে ছবি কিনেছিলেন রানা কাপুর: FATF

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 13, 2023 | 9:02 PM

Rana Kapoor: রিপোর্টের শেষে উল্লেখ করা হয়েছে, ওই ছবির মূল্য যা দেওয়া হয়েছে, তার থেকে অনেকটাই কম।

Rana Kapoor: পদ্মভূষণ পেতে কংগ্রেসকে ঘুষ! ২ কোটি টাকা দিয়ে ছবি কিনেছিলেন রানা কাপুর: FATF
সামনে এল রানা কাপুরের কেস স্টাডি

Follow Us

নয়া দিল্লি: আর্থিক কেলেঙ্কারির মামলায় নাম জড়াল কংগ্রেসের। ইয়েস ব্যাঙ্কের প্রাক্তন কর্নধার রানা কাপুরকে বছর কয়েক আগেই আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল ইডি। সেই মামলাতেই অস্বস্তি বাড়ল কংগ্রেস তথা গান্ধী পরিবারের। অভিযোগ, অতিরিক্ত দাম দিয়ে গান্ধী পরিবারের কাছ থেকে একটি ছবি কিনেছিলেন রানা কাপুর। তার বদলে তাঁকে বিশেষ সম্মান বা পুরস্কার দেওয়া হয়েছিল বলেও দাবি তদন্তকারী সংস্থার। সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ রানা কাপুরকে নিয়ে একটি কেস স্টাডি প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য সামনে এসেছে।

কেস স্টাডিতে রানা কাপুরকে ‘মিস্টার এ’ বলে উল্লেখ করা হয়েছে। তিনি নিজের পদ বা ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলেও দাবি করা হয়েছে। ওই রিপোর্টেই বলা হয়েছে, ‘মিস্টার এ’ অর্থাৎ রানা কাপুর প্রাক্তন শাসক দলের সদস্য তথা কংগ্রেস পরিবারের এক সদস্যের কাছ থেকে একটি ছবি কিনেছিলেন। যার দাম দিয়েছিলেন ২ লক্ষ ৬৪ হাজার মার্কিন ডলার। রিপোর্টে স্পষ্ট হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে ওই ছবি কিনেছিলেন রানা।

রিপোর্টের শেষে উল্লেখ করা হয়েছে, ওই ছবির মূল্য যা দেওয়া হয়েছে, তার থেকে অনেকটাই কম। পদ্মভূষণ পাওয়ার জন্য অভিযুক্ত ঘুষ হিসেবে ওই টাকা দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। চার্জশিট অনুযায়ী, ইডিকে দেওয়া বয়ানে রানা কাপুর জানিয়েছেন, তিনি ২০১০ সালে কংগ্রেসের কাছ থেকে ছবিটি কিনতে বাধ্য হয়েছিলেন। মকবুল ফিদা হুসেনের আঁকা সেই ছবি প্রিয়াঙ্কার কাছ থেকে কিনেছিলেন বলে গোয়েন্দা সূত্রের খবর।

দিনের পর দিন লোকসানে চলছে এমন একটি সংস্থাকে বিপুল টাকা ঋণ দেওয়ার অভিযোগে ২০২০ সালে রানা কাপুরকে গ্রেফতার করা হয়েছিল।

Next Article