
নয়ডা: রাতে হঠাৎ যন্ত্রণা, বেগতিক বুঝেই গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ির কাছের হাসপাতালে যাচ্ছিলেন। বুক করেছিলেন র্যাপিডোর ক্যাব। স্ত্রীকে নিয়ে ক্যাবে উঠতেই উঠল প্রসব যন্ত্রণা। হাসপাতাল অবধি পৌঁছতে পারেননি, তার আগেই প্রায় প্রসবের পথে স্ত্রী। কী করবেন বুঝতে পারছিলেন রোহন। তখনই দেবদূত হয়ে উঠলেন ক্যাব চালক। মাঝ রাস্তাতেই গাড়ি থামিয়ে ওই প্রসূতিকে সাহায্য করলেন সন্তান প্রসব করতে। ভূমিষ্ঠ শিশুকে নিয়েই আবার পরের মুহূর্তেই ছুট লাগালেন হাসপাতালে।
গত ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা নাগাদ গুরুগ্রামের সেক্টর ২১ থেকে সেক্টর ১০-র বিকাশ নগরের একটি হাসপাতালে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন রোহন মেহরা। তাঁর বাড়ির রাঁধুনির স্ত্রী গর্ভবতী। তাঁদের যাওয়ার জন্যই ক্যাব বুক করেছিলেন। ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে ক্যাবে উঠতেই প্রসব যন্ত্রণা শুরু হয়। গাড়িতেই ওয়াটার ব্রেক হয়। গর্ভস্থ সন্তানের মাথা প্রায় বেরিয়ে এসেছিল। বুঝতেই পারছিলেন, হাসপাতাল পৌঁছনোর আগেই সন্তান প্রসব করবেন স্ত্রী।
এই পরিস্থিতিতে সাহায্য করতে এগিয়ে আসেন ক্যাব চালক বিকাশ। তিনি গাড়ি থামিয়ে ওই মহিলা সন্তান প্রসবে সাহায্য করেন। জন্ম নেয় পুত্র সন্তান। কয়েক মিনিটের মধ্যেই তিনি নবজাতক ও তাঁর মা-বাবাকে আবার হাসপাতালেও পৌঁছে দেন।
এত বড় সাহায্য করলেন, তবুও এক টাকাও বেশি নিতে চাননি ওই ক্যাব চালক। অ্যাপে ১৬৮ টাকা ভাড়া দেখিয়েছিল, তিনি ওই টাকাই নেন।
বর্তমানে যেখানে ক্যাব চালকদের দৌরাত্ব্য, অতিরিক্ত টাকা চাওয়ার ভূরি ভূরি অভিযোগ, সেখানেই এই ক্যাব চালকের কাজ সকলের মন ছুঁয়ে গিয়েছে। যে ব্যক্তি তাঁর বাড়ির রাঁধুনির জন্য ক্য়াব বুক করে দিয়েছিলেন, তিনিও সোশ্যাল মাধ্যমে র্যাপিডোর কাছে সাহায্য চেয়েছেন ওই চালকের সঙ্গে যোগাযোগ করার জন্য।