Rajasthan: বাড়িতে ঢুকে গুলি ৪ দুষ্কৃতীর, জয়পুরে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান

Rashtriya Rajput Karni Sena Chief Shot Dead: গোগামেডি এবং তাঁর দুই সহযোগী গুলির আঘাতে আহত হয়েছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গোগামেডির। প্রসঙ্গত, বলিউড সিনেমা পদ্মাবতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল যে রাজপুত করনি সেনা, তাদের থেকে আলাদা ছিল গোগামেডির সংগঠনটি।

Rajasthan: বাড়িতে ঢুকে গুলি ৪ দুষ্কৃতীর, জয়পুরে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান
ঘটনার সময় বাড়িতেই ছিলেন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডিImage Credit source: Twitter

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 05, 2023 | 3:55 PM

জয়পুর: অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে খুন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি। রাজস্থান পুলিশ জানিয়েছে, এদিন জয়পুরে তাঁর বাসভবনেই গুলি করে হত্যা করা হয়েছে রাজস্থানের এই বিশিষ্ট রাজপুত নেতাকে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান। একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী বাড়ির ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গোগামেডি এবং তাঁর দুই সহযোগী গুলির আঘাতে আহত হয়েছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েথিল। কিন্তু, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গোগামেডির। প্রসঙ্গত, বলিউড সিনেমা পদ্মাবতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল যে রাজপুত করনি সেনা, তাদের থেকে আলাদা ছিল গোগামেডির সংগঠনটি। ২০১৫ সালেই তিনি রাজপুত করনি সেনা থেকে সরে সে নিজের আলাদা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।

পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে জরপুরের শ্যাম নগর এলাকায়। রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র বলেছেন, “প্রাথমিক প্রতিবেদন অনুসারে, গোগামেডি উপস্থিতিতে তাঁর বাড়িতে চারজন প্রবেশ করেছিল এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গোগামেডির একজন নিরাপত্তা কর্মী এবং অন্য আর একজনও গুলিতে আহত হয়েছেন।” জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেছেন, “গোগামেডিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। শ্যাম নগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আততায়ীদের সম্পর্কে কোনও সূত্রের সন্ধানে তারা ওই এলাকার সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তারা মোটরবাইকে করে এসেছিল। গুলি ছোড়ার পর বাইকে করেই পালায়।


রাজপুত করনি সেনার প্রাক্তন রাজ্য সভাপতি অজিত সিং মামদোলি জানিয়েছেন, “৩-৪ জন লোক সুখদেব সিং গোগামেডির) বাড়িতে এসেছিল। নিরাপত্তারক্ষীদের তারা বলে যে তারা সুখদেব সিং গোগামেডির সাথে দেখা করতে চায়। গার্ড তাদের ভিতরে নিয়ে যায় এবং চা খাওয়ায়। এরপর তারা হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।”


এর আগে, সুখদেব সিং গোগামেডিকে হত্যার হুমকি দিয়েছিল কুখ্যাত গ্যংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। সেই হুমকির বিষয়ে তিনি জয়পুর পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। সেই হুমকির সঙ্গে এদিনের ঘটনার কোনও যোগ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ভোট মিটতেই এই হত্যাকাণ্ড নিয়ে সাড়া পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যে যাতে হিংসা না ছড়িয়ে পড়ে, তার জন্য সতর্ক রয়েছে পুলিশ।