
“আপনি কেবল থিয়েটার করেন কেন? সিনেমায় অভিনয় করেন না কেন?”, হাসতে হাসতে দাড়িওয়ালা লোকটার দিকে প্রশ্নটা ছুঁড়ে দিলেন সাংবাদিক। সেদিন দাড়িওয়ালা লোকটার কথা শুনে থমকে গিয়েছিল সকলে। এইভাবেও কেউ ভাবতে পারে! তিনি বলেছিলেন, “তোমাদের সিনেমায় হিরো আঙুল দেখিয়ে বলে ওই দেখো চাঁদ। ক্যামেরা প্যান হয়, পর্দার উপর ফুটে ওঠে একটি সুন্দর চাঁদ। সকলে সেই চাঁদ দেখতে পায়। আর আমার থিয়েটারে হিরো পিছনে কালো পর্দার দিকে আঙুল দেখিয়ে বলে ওই দেখো চাঁদ। পর্দার কোনও পরিবর্তন হয় না। চাঁদ ফুটে ওঠে না। অথচ সামনে বসে থাকা সকল দর্শক বিশ্বাস করে ওখানে চাঁদ উঠেছে। আসলে এই চাঁদ তাঁদের সকলের মনের ভিতরে থাকা চাঁদ। আমি মানুষকে তাঁদের মনের ভিতরে লুকিয়ে থাকা চাঁদটা দেখানোর জন্য নাটক করি।” সেদিনের সেই দাড়িওয়ালা লোকটা হলেন রতন থিয়াম। ...