নয়া দিল্লি: করোনা (COVID) সংক্রমণের দ্বিতীয় ঢেউ ‘সুনামির’ আকার নিয়েছে। ঢেউয়ের তোড়ে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। ফের করোনার প্রভাব পড়েছে অর্থনীতিতে। তাই আগেভাগেই করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা রাখতে একাধিক বড় ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ভারতের করোনা যুদ্ধে ব্যাঙ্ক, শিল্প, প্রত্যেকের পাশে এসে দাঁড়াল আরবিআই।
কী কী ঘোষণা করলেন শক্তিকান্ত দাস?
১. করোনার ফলে আপদকালীন স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা চাঙ্গা করতে ৫০ হাজার কোটি টাকা নগদ বাজারে আনার ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এই টাকার মাধ্যমে ব্যাঙ্ক ভ্যাকসিন নির্মাতা, হাসপাতাল, অক্সিজেন উৎপাদকদের ঋণ দিতে পারবে। এই ঋণের সময়কাল ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে ব্যাঙ্কগুলি ঋণ দিতে পারবে। করোনা আবহে পরিকাঠামোয় উন্নতি সাধনের জন্য এই ঋণের দরজা খুলল রিজার্ভ ব্যাঙ্ক।
২. ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে ২৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে গত বছর ফ্রেমওয়ার্ক ১.০ তে যেসব এমএসএমই ঋণ পায়নি, তারাও যাতে এ বার ঋণ পেতে পারে সে ব্যবস্থা করার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
৩. কেওয়াইসি নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। বেশ কিছুক্ষেত্রে ভিডিয়ো কেওয়াইসির কথা ঘোষণা করেছেন আরবিআই গভর্নর।
৪. ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওভারড্রাফ্টের ক্ষেত্রে রাজ্য সরকারকে বাড়তি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস।
৫. এসএলটিআরও-র মাধ্যমে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলির জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন: শক্তপোক্ত, সাইজে ছোট ও ‘পকেট ফ্রেন্ডলি’, কীভাবে পাবেন ‘নতুন’ আধার কার্ড?