
রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে এক বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার চাকরির সুযোগ তৈরি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। কী সেই চাকরি? কারা আবেদন করতে পারবেন? কত মাইনে পাবেন তাঁরা? এই সবই জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।
জানা যাচ্ছে, ৩ বছরের চুক্তির ভিত্তিতে মেডিক্যাল কনসালট্যান্ট নেবে রিজার্ভ ব্যাঙ্ক। শুরুতে ৩ বছরের জন্য নিলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাউড়ানো হতে পারে সময়কাল। আর পারিশ্রমিক হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক দেবে ১ হাজার টাকা প্রতি ঘণ্টা। অর্থাৎ, দৈনিক গড়ে ৪ ঘণ্টা ডিউটি করলে ও মাসে ২০ দিন ডিউটি করলে ওই ব্যক্তি প্রায় ৮০ হাজার টাকা উপার্জন করবেন।
কারা আবেদন করতে পারবেন? রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি বলছে, এই পদে কাজ করতে গেলে মেডিক্যাল কাউন্সিল ইন্ডিয়ার স্বীকৃত কোনও ইন্সটিটিউট থেকে প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তাঁরাও আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন? রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ‘হোম পেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেই বিজ্ঞপ্তি দেখেই বাকি প্রক্রিয়া শেষ করতে হবে। এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ অগস্ট। তবে, বিস্তারিত তথ্য জানতে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে হবে।