
কাপুরথালা: উপরে যাত্রীবাহী ট্রেন, নীচে মালগাড়ি! যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। এক অভূতপূর্ব ডাবল-ডেকার কোচ তৈরি করছে পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি। সবকিছু ঠিকঠাক চললে, আগামী মাসেই চালু হবে এই কোচ। উপরের ডেকে থাকবে যাত্রীদের বসার জায়গা, আর নীচের ডেকটি ব্যবহার করা হবে পণ্য পরিবহনের জন্য। এই ডাবল ডেকার কোচ চালু হলে, মাল পরিবহণের দৌলতে রেলের রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে আশা করছে ভারতীয় রেল।
তবে, এখনও এই কোচ সম্পূর্ণরূপে তৈরি হয়নি। তৈরি হলেই রেল মন্ত্রকের গবেষণা বিভাগ, ‘রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন’ বা ‘আরডিএসও’ (RDSO) সেটির পরীক্ষা করবে। ট্রায়াল রান সফল হলে, এই ধরনের আরও কোচ তৈরি করা হবে। একটি নির্দিষ্ট রুটে নিয়মিত পরিষেবা দেবে এই ডাবল ডেকার কোচগুলি। বেশ কিছু পণ্য আছে, যেগুলি দ্রুত পরিবহণের প্রয়োজন। সেই ধরনের পণ্য এবং আরও বিবিধ পণ্য পরিবহণের ক্ষেত্রে এই ধরনের কোচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে।
কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার, অশেষ আগরওয়াল জানিয়েছেন, এর আগে বড় আকারের মালবাহী ট্রেনের পরিবর্তে ছোট আকারের মালগাড়ি পরিবহণ চালু করা হয়েছিল। এর ফলে, রেলের রাজস্ব সংগ্রহের পরিমাণ অনেকটাই বেড়েছে। মাল পরিবহণই রেলের আয়ের প্রধান উৎস। ২০২২-২৩ আর্থিক বছরে, গত আর্থিক বছরের তুলনায় রাজস্ব আদায় প্রায় ১৫ শতাংশ বেড়ে, ১.৬২ লক্ষ কোটি টাকা হয়েছে। ডাবল ডেকার কোচগুলি চালু হলে, রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বস্তুত, রেলের মাল পরিবহণের ধারনাই বদলে দিতে পারে এই কোচ। এর আগে একই কোচে যাত্রী এবং পণ্যসম্ভারের পরিবহণ হতে দেখা যায়নি।