Uttar Pradesh: জিন্নাহ ইস্যুতে বিজেপিকে বই পড়ার পরামর্শ অখিলেশের, পাল্টা বিজেপি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 10, 2021 | 4:57 PM

Akhilesh Yadav, ৩১ অক্টোবর উত্তর প্রদেশের হারদোইতে একটি নির্বাচনী প্রচারে, স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই পটেলে ১৪৬ তম জন্ম বার্ষিকীতে অখিলেশ তাঁর প্রশংসা করেন।

Uttar Pradesh: জিন্নাহ ইস্যুতে বিজেপিকে বই পড়ার পরামর্শ অখিলেশের, পাল্টা বিজেপি
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: সমাজবাদী পার্টি (Samjwadi Party) প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সাম্প্রতিক মন্তব্য তীব্র চাঞ্চল্য দেখা দেয় উত্তর প্রদেশের রাজনীতিতে। অখিলেশকে তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপি। বিজেপির অভিযোগ ছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ (Mahammad Ali Jinnah) এবং সর্দার বল্লভভাই পটেলকে (Sarar Ballavbhai Patel) একই স্থানে রেখে দেশের অমর্যাদা করেছেন অখিলেশ। অখিলেশেকে উদ্দেশ্য করে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছিলেন তালিবানি মনোভাব থেকেই এই ধরণের মন্তব্য করেছেন তিনি। এবার আরও একবার জিন্নাহ ইস্যুতে মুখ খুললেন সমাজবাদী পার্টি প্রধান।

৩১ অক্টোবর উত্তর প্রদেশের হারদোইতে একটি নির্বাচনী প্রচারে, স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই পটেলে ১৪৬ তম জন্ম বার্ষিকীতে অখিলেশ তাঁর প্রশংসা করেন। তারপরই তিনি বলেন, “সর্দার পটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং জিন্নাহ একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছিলেন। তাঁরা ব্যারিস্টার হয়েছিলেন এবং তাঁরা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তাঁরা কখনও কোনও সংগ্রাম থেকে পিছপা হননি”। অখিলেশের এই মন্তব্য সামনে আসা পর থেকেই তীব্র বিতর্ক শুরু হয়। বিজেপি নেতৃত্ব এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সমাজবাদী পার্টির প্রধানকে আক্রমণ করেন।

শনিবার, একটি অনুষ্ঠানে এই ইস্যুতে অখিলেশকে প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, “আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? আমি বলব আরও একবার ভাল করে বই পড়ুন।” অখিলেশের এই উত্তরের পাল্টা মন্তব্য আসে বিজেপি শিবির থেকে। উত্তর প্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং (Swatantra Dev Singh) টুইট করে বলেন “জিন্নাহর প্রতি ভালবাসা এখনও অটুট রয়েছে। অখিলেশ যাদবজি দয়া করে বলুন কোন ইতিহাসের বই পড়তে হবে – ভারতীয় বই না পাকিস্তানি বই।”

ভোটের এখনও মাস ছয়েক বাকি। কিন্তু উত্তর প্রদেশের রাজনীতির বাতাবরণ এখন থেকেই গরম হতে শুরু করে দিয়েছে। চলছে তপ্ত বাক্য বিনিময়। বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। অখিলেশ যখন এই মন্তব্য করেন তখনও তাঁকে বিজেপির তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল। উত্তর প্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা (Anand Swarup Sukla) অখিলেশকে আক্রমণ করে জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পৃষ্ঠপোষকতা করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। তিনি মুসলিমদের খুশি করার জন্য ধর্মও পাল্টে ফেলতে পারেন। তিনি বলেছিলেন, “ইসলামিক দেশগুলির থেকে সাহায্য পাচ্ছেন অখিলেশ যাদব। আইএসআই তাঁর পৃষ্ঠপোষকতা করছে, তাঁকে নিজেদের আঙুলে নাচাচ্ছে আইএসআই। হয়ত আর্থিক সাহায্যও পাচ্ছেন অখিলেশ।”

আরও পড়ুন Mumbai Hospital Fire: পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে লাগল আগুন? রোগী মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ ঠাকরে প্রশাসনের

আরও পড়ুন Junk Food Cravings: ঘন ঘন তেলে ভাজা কিংবা অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড খেতে ইচ্ছে হয়? জেনে নিন সেই ইচ্ছে নিয়ন্ত্রণে রাখার উপায়…

Next Article