একবার রিচার্জ করুন FASTag, সারা বছর নিশ্চিন্তে পেরিয়ে যান Toll!

FASTag: ফাসট্যাগ থাকলে কোনও অপেক্ষা ছাড়াই গাড়ি টোল পেরিয়ে যেতে পারবে ও অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে যাবে।

একবার রিচার্জ করুন FASTag, সারা বছর নিশ্চিন্তে পেরিয়ে যান Toll!
Image Credit source: Mayank Makhija/NurPhoto via Getty Images

Aug 18, 2025 | 10:42 PM

জাতীয় সড়ক বা বিভিন্ন ব্রিজে ওঠার আগে টোল প্লাজা থাকে। যেখানে অপেক্ষার সময় কমানোর জন্য ও দ্রুত টোল কালেকশনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছিল ফাসট্যাগ। এই ফাসট্যাগ থাকলে কোনও অপেক্ষা ছাড়াই গাড়ি টোল পেরিয়ে যেতে পারবে ও অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে যাবে। কিন্তু এবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI নিয়ে এসেছে নতুন এক ব্যাপার। যেখানে একবার রিচার্জ করলেই হবে কেল্লাফতে।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নতুন এই প্ল্যান নিয়ে এসেছে গাড়ি চালকদের জন্য। এটাকে বলা হচ্ছে ফাসট্যাগ বার্ষিক পাস। এখানে ৩ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। আর এই দিয়ে ২০০টি পর্যন্ত টোল ক্রস করা যায়। বা এর ভ্যালিডিটি থাকে ১ বছরের। ১৫ অগস্ট থেকে এই বার্ষিক পাস চালু করেছে এনএইচএআই।

রাজমার্গ যাত্রা বা NHAI বা MoRTH পোর্টালের মাধ্যমে এই বার্ষিক পাস কেনা যাবে। পোর্টাকে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। নাহলে গাড়ির নম্বর ও ফাসট্যাগ আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর ৩ হাজার টাকা দিয়ে এই পাস কিনলেই হল কেল্লাফতে। এই পাস অ্যাকটিভ হয়ে গেলেই আপনার কাছে একটি মেসেজ আসবে।