PM Narendra Modi: রহস্যজনক ড্রোনের গতিবিধি প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের উপরে, তদন্ত শুরু করল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 03, 2023 | 10:33 AM

Delhi Police: দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উপরে ড্রোন উড়তে দেখা যায়। এরপরই চাঞ্চল্য ছড়ায়।

PM Narendra Modi: রহস্যজনক ড্রোনের গতিবিধি প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের উপরে, তদন্ত শুরু করল পুলিশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে ড্রোন (Drone)। রহস্যজনক গতিবিধি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ (Police)। রহস্যজনক ওই ড্রোনটিকে ট্রাক করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র বাসভবনের উপরে ড্রোন উড়তে দেখা যায়। এরপরই চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের আধিকারিকরাই এ দিন ভোর পাঁচটা নাগাদ রহস্যজনক ড্রোন দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা দিল্লি পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। ইতিমধ্যেই রহস্য়জনক ড্রোন ট্রাক করার কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও অবধি কোনও ড্রোনের হদিশ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

দিল্লি পুলিশের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের উপরে রহস্যজনক উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও, কোনও ড্রোনের হদিস মেলেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও এই বিষয়ে জানানো হয়েছে। তারাও কোনও উড়ন্ত বস্তুর হদিস পাননি।

উল্লেখ্য়, প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য তাঁর বাসভবনটি রেড নো-ফ্লাই জ়োনের অধীনে রয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের উপর দিয়ে যেমন কোনও বিমান উড়তে পারে না, তেমন কোনও ড্রোনও ওড়ানো যায় না।

Next Article