Republic Day Parade: সামনে থেকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে চান? এখনই বুক করুন টিকিট!

26 January, Republic Day: প্রজাতন্ত্র প্যারেডে তুলে ধরা হয় দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র ও গণতান্ত্রিক চেতনার এক অনন্য ছবি। তবে, আপনার কাছে আমন্ত্রণ পত্র না থাকলে কীভাবে সামনে বসে আপনি এই প্যারেড দেখবেন? এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে হলে আগে থেকে টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক।

Republic Day Parade: সামনে থেকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে চান? এখনই বুক করুন টিকিট!
সামনে থেকে প্যারেড দেখতে চান?Image Credit source: PTI

Jan 13, 2026 | 5:47 PM

ভারতের জাতীয় গৌরবের অন্যতম প্রধান প্রতীক হল ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের প্যারেড। দিল্লির কর্তব্য পথে প্রতি বছর আয়োজন করা হয় এই প্যারেডের। এই প্যারেডে তুলে ধরা হয় দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র ও গণতান্ত্রিক চেতনার এক অনন্য ছবি। তবে, আপনার কাছে আমন্ত্রণ পত্র না থাকলে কীভাবে সামনে বসে আপনি এই প্যারেড দেখবেন? এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে হলে আগে থেকে টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক।

কোথায় পাবেন টিকিট?

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে টিকিট বুকিংয়ের দায়িত্বে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের অধীনে http://www.aamantran.mod.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যায়। ১৪ জানুয়ারি পর্যন্ত এই টিকিট বুক করা যাবে। এই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ওটিপি যাচাইয়ের পর প্যারেডের টিকিট বুক করা যায়। দর্শকদের জন্য সাধারণত ২০ টাকা ও ১০০ টাকার টিকিটের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়াও দিল্লির কিছু নির্ধারিত কিছু সরকারি কাউন্টার থেকে অফলাইনেও টিকিট কেনার সুযোগ থাকে। তবে এই টিকিট কেনার ক্ষেত্রে সরকারি বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। প্যারেড দেখতে যেতে চাইলে সেই দিনেও একই পরিচয়পত্র সঙ্গে রাখতে হয়।

নিরাপত্তার কড়াকড়ির কারণে ২৬ জানুয়ারি নির্ধারিত সময়ের আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও টিকিটের দাম খুব বেশি না হওয়ার টিকিট বেরোনর সঙ্গে সঙ্গেই বুকিং করে ফেলা উচিত। তবে, টিকিট না পেলে টিভি তো রয়েছেই এই প্যারেড দেখার জন্য।