
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা লঙ্ঘন করেছে দুটি ব্যাঙ্ক। আর সেই কারণেই দুই ব্যাঙ্কের উপর মোটা অঙ্কের জরিমানা চাপিয়েছে আরবিআই। কোনও ব্যাঙ্কের বিরুদ্ধে স্বজনপোষণ ধরণের কোনও অভিযোগ আবার কোনও ব্যাঙ্ক কেওয়াইসি নিয়ে সঠিন নিয়ম মেনে চলেনি, তাই জরিমানা করা হয়েছে। এর মধ্যে কোনও ব্যাঙ্কে আপনার টাকা জমা নেই তো?
ব্যাঙ্কের ডিরেক্টর বা তাঁর আত্মীয়দের স্বার্থ জড়িয়ে রয়েছে, এমন কোনও প্রতিষ্ঠানে অনুদানের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে আরবিআইয়ের। আর এই নির্দেশিকা লঙ্ঘন করে ডিরেক্টরের আত্মীয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ট্রাস্টে অনুদান দিয়েছে গুজরাটের ‘শ্রী কাদি নাগরিক সহকারী ব্যাঙ্ক’। তারপরই এই ব্যাঙ্কের উপর ১৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা চাপিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
অন্যদিকে, কেওয়াইসি সংক্রান্ত নিয়মাবলী না মানার কারণে মহারাষ্ট্রের সাইবাবা নগরী সহকারি ব্যাঙ্কের উপরও এমন জরিমানা আরোপ করা হয়েছে। এই ব্যাঙ্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই ব্যাঙ্ক নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রিতে কিছু গ্রাহকের কেওয়াইসি আপলোড করতে পারেনি। আর সেই কারণেই জরিমানা করা হয়েছে তাদের।
২০২৩-২৪ অর্থবর্ষের শেষ দিনে এই ধরণের গাফিলতি নজরে আসে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের। তারপর এই বিষয়ে জানতে চেয়ে ব্যাঙ্কগুলোর থেকে লিখিত ও মৌখিক জবাব চেয়েছিল আরবিআই। সেই জবাব পর্যালোচনা করেই তারা জরিমানার সিদ্ধান্তে উপনীত হয়েছে।