Reserve Bank Of India: ট্রেডারদের জন্য দারুণ খবর, এবার বাড়ল তাঁদের কাজের সময়সীমা!

RBI: এই ৩টি বাজার ছাড়া বাকি বাজারের সময়সীমা আপাতত অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে, ভবিষ্যতে সেই বাজারগুলোতেও পরিবর্তন দেখা যেতে পারে।

Reserve Bank Of India: ট্রেডারদের জন্য দারুণ খবর, এবার বাড়ল তাঁদের কাজের সময়সীমা!

Jun 29, 2025 | 4:56 PM

দেশের ট্রেডিং মার্কেটকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার পদক্ষেপ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কল মানি মার্কেট, রেপো ও ট্রাই-পার্টি রেপো ট্রেডিংয়ের সময় বদলে যাচ্ছে। এই বদল আগামী ১ জুলাই ও পরবর্তীতে ১ অগস্ট দেখা যাবে।

ব্যাঙ্কগুলোর মধ্যে স্বল্প-মেয়াদী, বিশেষত ঋণ লেনদেনের জন্য ব্যবহৃত হয় কল মানি। আর এই কল মানি মার্কেটের সময়সীমা এবার আরবিআই বাড়িয়ে দিল সন্ধে ৭টা পর্যন্ত। এতদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকত এই বাজার। এবার থেকে সকাল ৯টাতেই খুলবে বাজার, কিন্তু বন্ধ হবে সন্ধে ৭টায়। আগামী ১ জুলাই থেকে এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে।

এর পরবর্তী ধাপে ১ অগস্ট থেকে সময়সীমা বাড়ানো হবে রেপো ও ট্রাই-পার্টি রেপোরও। বর্তমানে এই দুই প্লাটফর্মেই সকাল ৯টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। আর নতুন নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই বাজারে লেনদেন হবে।

তবে, এই ৩টি বাজার ছাড়া বাকি বাজারের সময়সীমা আপাতত অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে, ভবিষ্যতে সেই বাজারগুলোতেও পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু এই ৩টি বাজারে পরিবর্তনের ফলে কী লাভ হবে? আরবিআই বলছে, এর ফলে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক অবস্থা সামলাতে পারবে। বিভিন্ন বিষয়ের মূল্য নির্ধারণ আরও সহজ হবে ও ট্রেডিং ও ঋণ লেনদেনের প্রক্রিয়ায় ভুল হওয়ার সম্ভাবনা কমবে।