Lizard in Biryani: বিরিয়ানিতে টিকটিকি! আঁতকে উঠলেন ক্রেতারা, তারপরই ফাঁস হল সব
Lizard in Biryani: ঘটনার পর রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর রেস্তোরাঁর মালিক অভিযোগ করেন, তাঁর রেস্তোরাঁর সুনাম নষ্টের জন্য ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ জমা দেন তিনি।

কোয়েম্বাতুর: রেস্তোরাঁতে খেতে এসেছেন। বিরিয়ানি অর্ডার করেছেন। রেস্তোরাঁজুড়ে সেই বিরিয়ানির সুস্বাদু গন্ধ। খেতেও শুরু করেছেন চার যুবক। আচমকাই চিৎকার। বিরিয়ানির মধ্যে টিকটিকি। আর সেই টিকটিকি ঘিরে শোরগোল পড়ল রেস্তোরাঁয়। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাতুরের আরএস পুরম এলাকার। তবে শেষ পর্যন্ত সামনে এল অন্য সত্য।
ঘটনাটি ঘটেছে গত ২৭ মে। পুলিশ জানিয়েছে, ওইদিন রেস্তোরাঁয় খেতে এসেছিলেন ওই চার যুবক। তাঁরা বিরিয়ানির অর্ডার দেন। হঠাৎ তাঁর চিৎকার করেন, তাঁদের চিকেন গ্রেভিতে টিকটিকি রয়েছে। ঘটনার ভিডিয়ো করেন তাঁরা। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তর্ক জুড়ে দেন। অন্য ক্রেতাদের মধ্যেও এই নিয়ে আতঙ্ক ছড়ায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই চার যুবক।
ঘটনার পর রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর রেস্তোরাঁর মালিক অভিযোগ করেন, তাঁর রেস্তোরাঁর সুনাম নষ্টের জন্য ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ জমা দেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই টিকটিকিটি আসল ছিল না। রবারের টিকটিকি ছিল। এবং ওই চার যুবক চিকেন গ্রেভিতে তা মিশিয়েছিলেন। রেস্তোরাঁ মালিকের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গান্ধীপুরম এলাকাতেই এমন একটি ঘটনা ঘটেছিল। খাবারে পোকা থাকার একটি ভিডিয়ো তুলে শোরগোল করছিলেন এক ব্যক্তি। পরে তা ভুয়ো বলে প্রমাণিত হয়। কয়েকদিন আগে গুজরাটের রাজকোটে একটি রেস্তোরাঁয় খাবার চুল থাকা নিয়ে শোরগোল করেন তিন যুবক। পরে সিসিটিভিতে দেখা যায়, খাবারের দাম যাতে দিতে না হয়, সেজন্য তাঁরাই খাবারে চুল মিশিয়েছিল।

