Rahul Gandhi: বিহারের ফলে ‘বিস্মিত’ রাহুল, কী বলছেন?

Rahul Gandhi on Bihar election result: বিহার বিধানসভা নির্বাচনে এবার ৬১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৬টি আসন পেয়েছে কংগ্রেস। ২০২০ সালে তারা পেয়েছিল ১৯টি আসন। অন্যদিকে, মহাগঠবন্ধনের অন্যতম দল লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছে ২৫টি আসন। ২০২০ সালের আরজেডি জিতেছিল ৭৫টি আসন। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সাংবিধান প্রতিষ্ঠানকে অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও।

Rahul Gandhi: বিহারের ফলে বিস্মিত রাহুল, কী বলছেন?
রাহুল গান্ধীImage Credit source: PTI

Nov 15, 2025 | 12:42 PM

নয়াদিল্লি: এনডিএ-র ঝুলিতে ২০০-র বেশি আসন। কোনওরকমে ‘শূন্য’ হতে হতে বেঁচেছে কংগ্রেস। বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ কী? কেন খারাপ ফল করল মহাগঠবন্ধন? এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তারই মধ্যে বিহার বিধানসভার ফল নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের নির্বাচনের ফলকে বিস্ময়কর বললেন। একইসঙ্গে এই নির্বাচনের ফল নিয়ে আক্রমণও শানালেন তিনি।

বিহারের বিধানসভা নির্বাচনের আগে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছিলেন রাহুল। এমনকি, বিহারে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। গত বছরের হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল নিয়ে কয়েকদিন আগেই সরব হয়েছিলেন। আর শুক্রবার বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ ঝড়ে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাওয়ার পর ফের সরব হলেন রাহুল। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বিহারের এই ফল সত্যিই বিস্ময়কর। আমরা এই নির্বাচনে জয়ী হতে পারিনি, যে নির্বাচন প্রথম থেকেই স্বচ্ছ ছিল না।” একইসঙ্গে মহাগঠবন্ধনকে যাঁরা সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহুল লেখেন, “মহাগঠবন্ধনের উপর যে লক্ষ লক্ষ ভোটার বিশ্বাস রেখেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।”

তবে গণতন্ত্র রক্ষায় তাঁদের লড়াই চলবে বলে জানিয়ে দিলেন রাহুল। এক্স হ্যান্ডলে লেখেন, “গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার লড়াই এটা। কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোট এই ফল নিয়ে গভীরভাবে পর্যালোচনা করবে। গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা আরও বাড়ানো হবে।”

বিহার বিধানসভা নির্বাচনে এবার ৬১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৬টি আসন পেয়েছে কংগ্রেস। ২০২০ সালে তারা পেয়েছিল ১৯টি আসন। অন্যদিকে, মহাগঠবন্ধনের অন্যতম দল লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছে ২৫টি আসন। ২০২০ সালের আরজেডি জিতেছিল ৭৫টি আসন। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সাংবিধান প্রতিষ্ঠানকে অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও।