কলকাতা: তিলোত্তমার বিচার মামলায় বড় ধাক্কা। তিলোত্তমার আইনজীবী হিসাবে সরলেন বৃন্দা গ্রোভার। তিনি আর এই মামলা লড়বেন না। সুপ্রিম কোর্টে তাঁর বদলে অন্য আইনজীবী নিয়োগ করতে হবে তিলোত্তমার মা-বাবাকে।
জানা গিয়েছে, আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট তিলোত্তমার বাবা-মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর নিজেদের অসন্তোষের কথা বৃন্দা গ্রোভারকে ফোনে জানান তিলোত্তমার বাবা-মা। এরপরই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বৃন্দা গ্রোভার।
সুপ্রিম কোর্টে এবার তিলোত্তমার সুবিচারের জন্য সওয়াল করবেন অন্য কোনও আইনজীবী। সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদহ আদালত, কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে। টিভি৯ বাংলাকে এ কথা জানালেন তিলোত্তমার বাবা-মা।
অন্যদিকে, বৃন্দা গ্রোভারের দফতরের তরফে মামলা ছাড়ার প্রসঙ্গে বলা হয়েছে, ‘‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত তিন মাসে যাবতীয় নিয়ম মেনেই আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।’
প্রসঙ্গত, সিবিআইয়ের তদন্তের গতিবিধি নিয়ে বিগত কয়েকদিন ধরেই ঘনিষ্ঠ মহলে নিজেদের হতাশা প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা-মা। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানান, তদন্তের গতিবিধি নিয়ে প্রতিনিয়ত তিলোত্তমার বাবা-মা’কে জানানো হচ্ছে। সূত্রের খবর, এই বক্তব্যের কেন বিরোধিতা করা হল না, তা নিয়ে বৃন্দা গ্রোভারের কাছে জানতে চেয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। এই নিয়ে কথাবার্তার পরই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বৃন্দা গ্রোভারের।