
নয়া দিল্লি: যাদের সাধ্য আছে, তারা এক বেলার খাবারেই দুই থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে পারেন। তবে ৪০০ কোটির দেশে এমন অনেক মানুষ আছেন, যাদের দুবেলা দুমুখো অন্ন সংস্থান করতেই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাদের জন্য বড় উপহার। এবার ভরপেট খাবার মিলবে, আর খরচ? মাত্র পাঁচ টাকা। কোথায় পাবেন এত সস্তায় খাবার?
দিল্লি সরকার আজ, ২৫ ডিসেম্বর উদ্বোধন করল অটল ক্যান্টিনের। মাত্র পাঁচ টাকাতেই পাওয়া যাবে খাবার। দিল্লির ১০০টি জায়গায় এই খাবার পাওয়া যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকীতে এই উদ্য়োগ নেওয়া হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, এই ১০০টি অটল ক্যান্টিনে গরিব, শ্রমিক ও নিম্ন আয়ের পরিবার দু-বেলা দুমুখো খাবার পেট ভরে খেতে পারবে। তিনি বলেন, “অটল ক্যান্টিন দিল্লির আত্মা হয়ে উঠবে। আর কেউ অভুক্ত থেকে ঘুমোতে যাবে না।”
দিল্লির আরকে পুরম, জাঙ্গপুরা, শালিমার বাগ, গ্রেটার কৈলাশ, রাজৌরি গার্ডেন, নারেলা সহ মোট ৪৫টি জায়গায় আজ থেকে অটল ক্যান্টিন চালু হয়েছে। আগামিদিনে আরও ৫৫টি ক্যান্টিন চালু হবে। দিনে দুইবেলা খাবার পাওয়া যাবে। সকাল ১১টা থেকে ৪টে পর্যন্ত এবং সন্ধে সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খাবার পাওয়া যাবে। মাত্র পাঁচ টাকায় পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সবজি ও আচার পাওয়া যাবে। দিনে ৫০০ জনকে খাবার পরিবেশন করা হবে।