কুমতলব ছিল রিকশাওয়ালার, শুধু বুদ্ধি আর ব্যাগে থাকা একটা জিনিসের জোরেই বাঁচল কিশোরী!

Crime: চালকের গতিবিধি দেখে ভয় পেয়ে যায় কিশোরী। কিছুক্ষণের জন্য ঘাবড়ে গেলেও, তারপর সে নিজেকে সামলে নেয়। উপস্থিত বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করে।

কুমতলব ছিল রিকশাওয়ালার, শুধু বুদ্ধি আর ব্যাগে থাকা একটা জিনিসের জোরেই বাঁচল কিশোরী!
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Jul 12, 2025 | 6:23 PM

মুম্বই: একটু দেরি হলেই, হয়ে যেতে পারত বড় বিপদ। শুধুমাত্র উপস্থিত বুদ্ধির জোরেই রক্ষা পেল ১৬ বছরের কিশোরী। রিকশায় চড়ে বাড়ি ফেরার সময় এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চালক। ব্যাগে থাকা কম্পাস দিয়ে রিকশা চালককে আক্রমণ করে, পালিয়ে বাঁচল ওই কিশোরী।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। গত ৯ জুন ভিওয়ান্ডিতে দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই কিশোরী স্কুলে যাওয়ার জন্য রিকশায় উঠেছিল। স্কুলের কাছে এসে রিকশা থামাতে বললেও, চালক রিকশা থামাননি। উল্টে গতি আরও বাড়িয়ে দেন।

চালকের গতিবিধি দেখে ভয় পেয়ে যায় কিশোরী। কিছুক্ষণের জন্য ঘাবড়ে গেলেও, তারপর সে নিজেকে সামলে নেয়। উপস্থিত বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করে। ব্যাগ থেকে জিওমেট্রি বক্স খুলে বের করে, সেখান থেকে কম্পাস বের করে এবং রিকশা চালকের উপরে ঝাঁপিয়ে পড়ে। রিকশা চালক আহত হয়ে গতি কমাতেই, কিশোরী চলন্ত রিকশা থেকেই ঝাঁপ দেয়।

এরপর দৌড়ে দৌড়ে ওই কিশোরী স্কুলে পৌছয়। কিশোরী বাড়ি ফিরে তাঁর মাকে সব কিছু জানায়। এরপর কিশোরীর মা তাঁকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অপহরণ, অপরাধের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।