Lalu Prasad Yadav: রয়েছে হনুমানজির সঙ্গে বিশেষ যোগ, নাতির নাম কী রাখলেন লালু?

Tejashwi Yadav Son Name: গতকালই তেজস্বী যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান পরিবারে নতুন অতিথি আসার কথা। কলকাতার হাসপাতালেই তাঁর ছেলের জন্ম হয়েছে। খবর পেয়েই নবজাতককে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Lalu Prasad Yadav: রয়েছে হনুমানজির সঙ্গে বিশেষ যোগ, নাতির নাম কী রাখলেন লালু?
নবাগত অতিথিকে নিয়ে যাদব পরিবার।Image Credit source: X

|

May 28, 2025 | 1:52 PM

পটনা: ঘর আলো করে এসেছে নাতি। নামকরণের গুরুদায়িত্ব পড়েছিল ঠাকুর্দার উপরে। আজ, বুধবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব জানালেন নাতির নাম রেখেছেন ইরাজ। বোঝালেন নামের অর্থ কী।

এ দিন আরজেডি প্রধান লালু প্রধান যাদব পরিবারের নবাগত অতিথির সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ” রাবড়ি দেবী ও আমি আমাদের নাতনি কাত্যায়নীর ছোট ভাইয়ের নাম রেখেছি ইরাজ। তেজস্বী ও রাজশ্রী ওর পুরো নাম রেখেছে ইরাজ লালু যাদব। কাত্যায়নী নবরাত্রির ষষ্ঠদিনে জন্মগ্রহণ করেছিল। আর আমাদের নতুন অতিথি জন্মগ্রহণ করেছে বজরঙ্গবলির মঙ্গল তিথিতে। তাই ওর নাম ইরাজ রেখেছি। আপনাদের সকলের শুভকামনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ! নবজাতক ও তার মা সম্পূর্ণ সুস্থ রয়েছে।”

প্রসঙ্গত, ইরাজ নামটি হনুমানজির নামের সঙ্গে সম্পর্কিত।

গতকালই তেজস্বী যাদব এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান পরিবারে নতুন অতিথি আসার কথা। কলকাতার হাসপাতালেই তাঁর ছেলের জন্ম হয়েছে। নবজাতকের ছবিও পোস্ট করেন। খবর পেয়েই নবজাতককে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও শুভেচ্ছা জানান। তেজস্বী মুখ্যমন্ত্রীকে তাঁর ‘লোকাল গার্জিয়ান’ বলে সম্মোধন করেন।

তেজস্বীর ছেলে হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দাদা তেজ প্রতাপও। তিনি বলেন, “বাঁকে বিহারীজির অসীম কৃপা ও আশীর্বাদের ফলে, নবজাতক শিশুর আগমনে আমি জ্যেঠু হওয়ার সৌভাগ্য পেয়েছি। ছোট ভাই তেজস্বী প্রসাদ যাদব এবং রাজ শ্রী যাদবকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার ভাইপোর প্রতি স্নেহ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা রইল।”