পটনা : দেশের চার রাজ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ছিল তার ফলাফলা ঘোষণা। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। শনিবার বিহারের বোচাহান বিধানসভাকেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও প্রকাশিত হয়েছে। এই উপনির্বাচনে জয় এসেছে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) ঘরে। এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন আরজেডি-র অমর কুমার পাসওয়ান। প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই আরজেডি নেতা। ভারতীয় জনতা পার্টিকে প্রায় ধরাসায়ী করে দিয়েছেন অমর কুমার পাসওয়ান।
এই উপ-নির্বাচনে অমর কুমার পাসওয়ানের উল্টোদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির বেবি কুমারী। পাসওয়ান মোট ভোট পেয়েছেন ৮২,০০০ টি। সেখানে বিজেপির ঘরে গিয়েছে ৪৬,০০০ টি ভোট। তৃতীয় স্থানে রয়েছে বিকাশশীল ইনসান পার্টির গীতা কুমারী। তিনি পেয়েছেন মোট ৩০,০০০ টি ভোট। এই ভোটে জয়ের পরই বোচাহান বিধানসভা কেন্দ্রের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি টুইট করা হয়। আরজেডি-র তরফে এই টুইটে লেখা হয়েছে, “নরেন্দ্র মোদীর বিভাজন নীতি এবং তৃতীয় পক্ষের মুখ্যমন্ত্রীর ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে এই বিপুল জয়ের জন্য আপনাদের সকলকে অভিনন্দন। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন রাজ্যের দায়িত্ব নেবেন তেজস্বী যাদব।”
बोचहाँ की महान जनता का आभार।नरेंद्र मोदी की विभाजनकारी नीतियों और तीसरे नम्बर की पार्टी के थके हुए मुख्यमंत्री के व्यापक भ्रष्टाचारी नीतियों के ख़िलाफ़ प्रचंड जीत आप सभी को मुबारक।
अब वो दिन दूर नहीं जब जनता के मुख्यमंत्री @yadavtejashwi जी प्रदेश की कमान संभालेंगे। pic.twitter.com/OOPOt39kL3
— RJD Siwan (@Siwan_Rjd) April 16, 2022
২০২০ সালের বিধানসভা নির্বাচনে এই বোচাহান বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অমর কুমার পাসওয়ানের বাবা মুসাফির পাসওয়ান।
বিকাশশীল ইনসান পার্টির হয়ে তিনি এই আসনটি জিতেছিলেন। গত নভেম্বরে তিনি মারা যাওয়ার কারণে এই কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হল। এদিকে তাঁর মৃত্যুর পর দলের সঙ্গে মতবিরোধের কারণে দল ছাড়েন অমর কুমার পাসওয়ান। তারপর তিনি যোগ দেন রাষ্ট্রীয় জনতা দলে। উল্লেখ্য, এই রাষ্ট্রীয় জনতা দলকে হারিয়েই এই কেন্দ্রে জিতেছিলেন তাঁর বাবা। তবে বিজেপি ও বিকাশশীল ইনসান পার্টিকে হারিয়ে এই কেন্দ্রের বিধায়ক হচ্ছেন অমর পাসওয়ান। এই কেন্দ্রে আরজেডির জয়ের পরই স্লোগান উঠেছে তেজস্বী যাদবের বিহারের পরবর্তী মুখ্য়মন্ত্রী হওয়ার। আরজেডির তরফে টুইটেও একই বার্তা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন : Women Trafficking : স্বামীর সঙ্গে অভিমান করে পাচার মহিলা, দেড় লাখে হল পরপুরুষের সঙ্গে বিয়েও!