Yogi Adityanath: ‘উত্তর প্রদেশের মধ্য দিয়েই যাবে উন্নত ভারতের রাস্তা’, স্বাধীনতা দিবসে আশাবাদী যোগী আদিত্যনাথ

স্বাধীনতা দিবসে বিধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও জানান, উত্তর প্রদেশের মধ্য দিয়েই যাবে উন্নত ভারতের রাস্তা।

Yogi Adityanath: উত্তর প্রদেশের মধ্য দিয়েই যাবে উন্নত ভারতের রাস্তা, স্বাধীনতা দিবসে আশাবাদী যোগী আদিত্যনাথ
৭৭তম স্বাধীনতা দিবসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথImage Credit source: TV9 Bangla

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 15, 2023 | 6:41 PM

লখনউ: উত্তর প্রদেশের মধ্য দিয়েই যাবে উন্নত ভারতের রাস্তা। মঙ্গলবার (১৫ অগস্ট), ৭৭তম স্বাধীনতা দিবসে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি বিধান ভবনে পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, উত্তর প্রদেশ পুলিশের সাহসী কর্মী এবং তাদের পরিবারদের সম্মান জানান তিনি। এদিন, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ থিমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তর প্রদেশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর থিমে ট্যাবলো উপস্থাপন করেন। যোগী আদিত্যনাথ বলেন, এই প্রচারকে বাস্তবায়িত করতে সকলকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও বলেন, ভারত মাতার মহান পুত্ররা পঞ্চ প্রাণের সংকল্প নিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। সেই বীরদের পরিবারবর্দকে সম্মানিত করা হয়েছে। দেশের সুরক্ষার জন্য শহিদ হয়েছেন যাঁরা, তাঁদের পরিবারবর্গকেও সম্মান জানানো হয়েছে। শুধু উত্তর প্রদেশ নয়, দেশের ৭৫টি জেলা, ৫৮ হাজার গ্রাম পঞ্চায়েত এবং ৭৬২টি পৌরসভায় এই অনুষ্ঠান হচ্ছে বলে জানান তিনি।

সিএম যোগী আদিত্যনাথ আরও বলেন, “আমরা সকলে এখন নতুন ভারতকে দেখছি। আমাদের মূল্যবোধ সর্বদা ধরিত্রী মাকে তাঁর পুত্রদের সঙ্গে সংযুক্ত করেছে। আমরা কখনও পৃথিবীকে একটা মাটির ঢেলা বলে মনে করিনি। প্রত্যেক ভারতীয় পৃথিবীকে মা হিসাবে দেখে। মায়ের মতোই শ্রদ্ধা করে এবং তার কল্যাণে কাজ করে। হাজার বছরের এই ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি।”

তিনি আরও জানান, স্থান, ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভারতীয় ভারত মাকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন। জাতি-ধর্মকে পিছনে ফেলে ভারত মাতা এবং দেশকেই অগ্রাধিকার দেয়। তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় উত্তর প্রদেশ এখন বিনিয়োগকারীদের সেরা গন্তব্যে পরিণত হয়েছে। তিনি জানান, ১০ থেকে ১২ ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক লগ্নিকারীদের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে সব মিলিয়ে ৩৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে উত্তর প্রদেশে। ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে। যোগীর দাবি, অন্তত এক কোটি যুবক-যুবতীর চাকরি পাওয়া নিশ্চিত। এর জন্য সরকার আরও অনেক কর্মসূচি গ্রহণ করছে বলে জানান তিনি। এদিন, বিধান ভবনের পাশাপাশি তাঁর সরকারি বাসভবনেও জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।