Lalu Daughter Rohini: লালুকে খারাপ কিডনি দিয়েছে রোহিণী! বিস্ফোরক তেজস্বী

Rohini Acharya Left Family: এখানেই ক্ষান্ত হননি লালু-কন্যা। ক্রন্দনরত বাবা-মা এবং বোনেদের পিছনে ফেলে বাধ্য হয়ে তাঁকে বেরিয়ে যেতে হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ তোলেন, তাঁকে ঘরছাড়া করার এবং অনাথ করে দেওয়ার। রোহিণীর কথায়, 'আমি চাই না কখনওই, কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হোক।'

Lalu Daughter Rohini: লালুকে খারাপ কিডনি দিয়েছে রোহিণী! বিস্ফোরক তেজস্বী
লালু-রাবড়ি দেবীর সঙ্গে রোহিণীImage Credit source: PTI

|

Nov 17, 2025 | 1:07 PM

পটনা: একদিকে ভোটবাক্সে ভাঙন, অন্যদিকে পরিবারে। সময়ের কাঁটা যেন উল্টো দিকে ঘুরছে যাদব পরিবারে। শনিবারই নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে পরিবার ও রাজনীতির সঙ্গে সংস্রব ছেড়েছেন লালু-কন্যা রোহিণী আচার্য। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সম্পর্ক ছিন্ন করার ২৪ ঘণ্টা পর সেই উত্তর দিলেন তিনি। রবিবার মুখ খুলেছেন রোহিণী।

এদিন নিজের সমাজমাধ্যমে লালু-কন্যা জানিয়েছেন, ‘আত্মসম্মানের সঙ্গে কোনও আপস নয়। গতকাল একজন কন্যা, বোন, এক জন বিবাহিত মহিলা এবং একজন মাকে অপমান করা হয়েছে। নোংরা গালিগালাজ করা হয়েছে। মারার জন্য জুতো তুলে নিয়েছে। কিন্তু এটা চলতে পারে না। আত্মসম্মান আগে। সত্যকে আমি ত্যাগ করতে পারব না। শুধুমাত্র সেই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে।’

এখানেই ক্ষান্ত হননি লালু-কন্যা। ক্রন্দনরত বাবা-মা এবং বোনেদের পিছনে ফেলে বাধ্য হয়ে তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ তোলেন, তাঁকে ঘরছাড়া করার এবং অনাথ করে দেওয়ার। রোহিণীর কথায়, ‘আমি চাই না কখনওই, কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হোক। যেন কোনও পরিবারও রোহিণীর মতো কন্যা বা বোন না পান।’

পাশাপাশি, বাবা লালু যাদবকে দেওয়া কিডনি নিয়ে অপমান শুনতে হয়েছে রোহিণীকে। অভিযোগ, ভোটের হার নিয়ে পরিবারের মধ্যে যখন আলোচনা হচ্ছিল, সেই সময় রোহিণী বলেছিলেন যে বাইরের লোককে ঘরে ঢোকালে এই হয়। তেজস্বী নাকি রোহিণীকে অপমান করেছেন এই বলে যে সে তাঁদের বাবা (লালু)-কে খারাপ কিডনি দিয়েছে। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবাকে কিডনি দেওয়ার সময় আমি কারওর কথা ভাবিনি। না নিজের তিন সন্তানের কথা চিন্তা করেছিলাম, না নিজের কথা। এমনকি, আমার স্বামী এবং শ্বশুরবাড়ির কারওর থেকেও ওই প্রসঙ্গে আমি কোনও অনুমতি নিইনি। আমার যেটা ঠিক মনে হয়েছিল। তাই করেছিলাম। কিন্তু আজ সেই কিডনি নিয়েও নোংরা অপবাদ শুনতে হল আমাকে।’

নিজের গোটা পোস্টে একাধিক অভিযোগ তুললেও, কার সঙ্গে বিবাদ বা মতবিরোধ তৈরি হয়েছে , তা রোহিণী লেখেননি। রোহিণীর লেখা ‘নোটে’ নেই কোনও নাম। শুধু রয়েছে কিছু অভিযোগ আর ক্ষোভ। তবে একাংশের দাবি, রোহিণীর প্রতি বাক্যে তেজস্বী যাদবের সঙ্গে দ্বন্দ্ব স্পষ্ট। এমনকি, শনিবার বাড়ি ও রাজনীতির ছাড়ার পর যে পোস্ট করেছিলেন তিনি। তাতেও উল্লেখ ছিল তেজস্বী ও তেজস্বী-ঘনিষ্ঠদের প্রসঙ্গই।