RSS on Bangladesh violence: বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ RSS-র, সব রাজনৈতিক দলকে বিশেষ আবেদন

Aug 09, 2024 | 9:47 PM

RSS on Bangladesh violence: হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। বৃহস্পতিবার রাতে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেন, "আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই হামলা বন্ধ দ্রুত পদক্ষেপ করবে।"

RSS on Bangladesh violence: বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ RSS-র, সব রাজনৈতিক দলকে বিশেষ আবেদন
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করলেন RSS-র সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে

Follow Us

নয়াদিল্লি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বাংলাদেশ। গত সোমবার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতেই শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। কিন্তু, বাংলাদেশে এখনও হিংসার আঁচ পুরোপুরি নেভেনি। অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। এবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে।

RSS-র সাধারণ সম্পাদক শুক্রবার বলেন, “বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আন্দোলনের জেরে সেখানকার হিন্দু-সহ অন্য সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছেন। এই নিয়ে আরএসএস উদ্বিগ্ন। বাড়িতে হামলা হচ্ছে। লুটপাট চলছে। হিংসার হাত থেকে রক্ষা পাচ্ছেন না মহিলারাও। এমনকি, মন্দিরেও হামলা চালানো হচ্ছে। এইসব হামলার তীব্র নিন্দা করছে আরএসএস।”

হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। বৃহস্পতিবার রাতে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেন, “আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই হামলা বন্ধ দ্রুত পদক্ষেপ করবে। বিশ্ব তথা ভারতের সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ, এই সময় বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের পাশে দাঁড়ান।” প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের নিরাপত্তায় ভারত সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করুক কেন্দ্র।

গতকাল ইউনুসের শপথের পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন,  “প্রফেসর মহম্মদ ইউনুসকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার তরফে শুভেচ্ছা রইল। দ্রুত সে দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আশা করি।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article