RSS-র শতবর্ষে দেশজুড়ে অনুষ্ঠান, ৪ মেট্রো শহরে বক্তব্য রাখবেন সরসংঘচালক মোহন ভাগবত

Mohan Bhagwat: আরএসএসের শতবর্ষে মোহন ভাগবত দেশের চার জায়গায়- নয়া দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও কলকাতায় "১০০ বছর সংঘ জার্নি: নিউ হরাইজ়ন" বক্তব্য রাখবেন। ২৬, ২৭ ও ২৮ অগস্ট নয়া দিল্লিতে প্রথম লেকচারের আয়োজন করা হয়েছিল।  দ্বিতীয় লেকচারের আয়োজন করা হয়েছে ৮ ও ৯ নভেম্বর।

RSS-র শতবর্ষে দেশজুড়ে অনুষ্ঠান, ৪ মেট্রো শহরে বক্তব্য রাখবেন সরসংঘচালক মোহন ভাগবত
মোহন ভাগবত।Image Credit source: PTI

|

Nov 08, 2025 | 11:40 AM

নয়া দিল্লি: শতবর্ষ পূরণ হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। গত ২ অক্টোবর, বিজয়া দশমীর দিন ১০০ তম বর্ষে পা দেয় আরএসএস (RSS)। এই উপলক্ষে ইয়ুথ কনভেনশন, দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার, হিন্দু সম্মেলন, সামাজিক সদ্বয় সমাবেশের আয়োজন করা হয়েছিল দেশজুড়ে। ৮ ও ৯ নভেম্বর আরএসএসের তরফে বেঙ্গালুরুতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বক্তব্য রাখবেন সরসংঘচালক ডঃ মোহন ভাগবত (Mohan Bhagwat)।

আরএসএসের শতবর্ষে মোহন ভাগবত দেশের চার জায়গায়- নয়া দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও কলকাতায় “১০০ বছর সংঘ জার্নি: নিউ হরাইজ়ন” বক্তব্য রাখবেন। ২৬, ২৭ ও ২৮ অগস্ট নয়া দিল্লিতে প্রথম লেকচারের আয়োজন করা হয়েছিল।  দ্বিতীয় লেকচারের আয়োজন করা হয়েছে ৮ ও ৯ নভেম্বর। আজ, শনিবার ও রবিবার বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য রাখবেন। কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কেরল থেকে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া, শিল্প, সামাজিক সেবা, আধ্যাত্মিক জগতের অতিথিরা আসবেন এই অনুষ্ঠানে।

আজ, শনিবার বিকেল ৪টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সরসংঘচালক ডঃ মোহন ভাগবত বক্তব্য রাখবেন। রবিবার, ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোহন ভাগবত বক্তব্য রাখবেন। সরাসরি আরএসএসের ইউটিউব www.youtube.com/RSSorg  ও ফেসবুক www.facebook www.facebook.com/RSSorg- এ সরাসরি সম্প্রচার দেখা যাবে এই অনুষ্ঠানের।