RSS on J&K Attack: ‘হিন্দুদের পরিচয় জেনে বেছে বেছে হত্যা করা হয়েছে’, জঙ্গিদের সবক শেখানোর দাবি সুনীল অম্বেকরের

RSS on J&K Attack: এ দিন সুনীল অম্বেকর বলেন, "জম্মু-কাশ্মীরে গতকাল যে হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। হিন্দুদের পরিচয় জেনে বেছে বেছে হত্যা করা হয়েছে। এতে রাগ হওয়াটাই স্বাভাবিক।"

RSS on J&K Attack: হিন্দুদের পরিচয় জেনে বেছে বেছে হত্যা করা হয়েছে, জঙ্গিদের সবক শেখানোর দাবি সুনীল অম্বেকরের
সুনীল অম্বেকর।Image Credit source: ANI

|

Apr 23, 2025 | 8:12 PM

মুম্বই: রক্তাক্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত নিরাপরাধ ২৬ পর্যটক। এই হামলার নিন্দায় সরব সকলে। আরএসএসের অখিল ভারতীয় প্রমুখ সুনীল অম্বেকরও তীব্র নিন্দা করলেন। এই ঘটনায় সকলকে একজোট হতে বললেন তিনি।

এ দিন সুনীল অম্বেকর বলেন, “জম্মু-কাশ্মীরে গতকাল যে হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। হিন্দুদের পরিচয় জেনে বেছে বেছে হত্যা করা হয়েছে। এতে রাগ হওয়াটাই স্বাভাবিক। কট্টরপন্থীরা ইসলামিক শক্তি যেভাবে হামলা করেছে, নিরস্ত্র সাধারণ মানুষের উপরে হামলা করেছে, তার নিন্দা করা উচিত সকলের।”

তিনি আরও বলেন, “সব পার্থক্য ভুলে যান, দেশের একতা ও অখণ্ডতার জন্য সকলকে এই ইস্যুতে এক হওয়া উচিত। যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের সবক শেখানো উচিত। এদের বিরুদ্ধে যথাযথ ও কঠিন পদক্ষেপ করা উচিত এবং কড়া শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি, সরকার এই বিষয়ে পদক্ষেপ করছে।”