Covid: আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের RT PCR টেস্ট বাধ্যতামূলক, নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 24, 2022 | 1:23 PM

যাঁরা চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে যাঁরা এদেশে আসছেন, তাঁদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। কারও রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে।

Covid: আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের RT PCR টেস্ট বাধ্যতামূলক, নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের
বিদেশ ফেরৎ যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।

Follow Us

নয়া দিল্লি: চিন সহ পশ্চিমী দুনিয়ার কয়েকটি দেশে ইতিমধ্যে ভয়াবহ আকার নিয়েছে কোভিড। তাই ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য বিশেষ করোনা বিধি জারি করল ভারত। এবার থেকে প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে RT PCR টেস্ট বাধ্যতামূলক। ২৪ ডিসেম্বর, শনিবার থেকেই এই নির্দেশিকা বহাল করা হল। ইতিমধ্যে এদিন সকাল থেকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে random কোভিড টেস্ট শুরু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহল কয়েকটি দেশে ইতিমধ্যে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রনের নয়া প্রজাতি। তাই ঝুঁকি এড়াতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এদিন থেকেই প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে RT PCR টেস্ট বাধ্যতামূলক করা হল। বিশেষত, যাঁরা চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে যাঁরা এদেশে আসছেন, তাঁদের RT PCR টেস্ট বাধ্যতামূলক। কারও রিপোর্ট পজিটিভ এলে কোভিড প্রোটোকল মেনে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে।

প্রসঙ্গত, প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং এবং random কোভিড টেস্টের নির্দেশিকা আগেই জারি করেছিল স্বাস্থ্য মন্ত্রক। এদিন সকাল থেকেই দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক বিদেশ ফেরত যাত্রীদের random টেস্ট শুরু করা হয়েছে। এছাড়া বিমানে ওঠার আগে সকলেরই থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। কারও কোভিড উপসর্গ দেখা দিলে তাঁকে আইসোলেট করা হচ্ছে। বিদেশ ফেরৎ কোনও যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এলে তাঁর নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতে ঢুকছে কিনা সেটা জানতেই কোভিড পজিটিভ রোগীরা নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এছাড়া পুনরায় জমায়েত এড়িয়ে চলা এবং সকলকে মাস্ক পরারও বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় অক্সিজেনের। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে দেশে না হয়, তার জন্য এখন থেকে বিশেষ পরিকাঠামো গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রতিটি হাসপাতাল সহ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে, সেদিকে নজর দেওয়ার জন্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Next Article