India-Russia: রাশিয়ার থেকে তেল কিনলেই ৫ শতাংশ ডিসকাউন্ট! আমেরিকার ৫০ শতাংশ শুল্কের পাল্টা জবাব

Russian oil Discount: রাশিয়া জানিয়েছে, ভারতকে তারা তেল সরবরাহ করবে, তার উপরে দেওয়া হবে বিশেষ ছাড়ও। এবার থেকে ভারত রাশিয়ার থেকে তেল কিনলে ৫ শতাংশ ছাড় পাবে। ভারতে রাশিয়ার প্রতিনিধি ইভজিনি গ্রিভা বুধবার (২০ অগস্ট) এই ঘোষণা করেন।

India-Russia: রাশিয়ার থেকে তেল কিনলেই ৫ শতাংশ ডিসকাউন্ট! আমেরিকার ৫০ শতাংশ শুল্কের পাল্টা জবাব
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 20, 2025 | 7:43 PM

নয়া দিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে আমেরিকা। রাশিয়াকে চাপে ফেলার চেষ্টাতেই এই অতিরিক্ত শুল্ক। এবার পাল্টা চাল দিল রাশিয়া। ভারতকে তেল কেনার ক্ষেত্রে দিল বিশেষ ছাড়।

রাশিয়া জানিয়েছে, ভারতকে তারা তেল সরবরাহ করবে, তার উপরে দেওয়া হবে বিশেষ ছাড়ও। এবার থেকে ভারত রাশিয়ার থেকে তেল কিনলে ৫ শতাংশ ছাড় পাবে। ভারতে রাশিয়ার প্রতিনিধি ইভজিনি গ্রিভা বুধবার (২০ অগস্ট) এই ঘোষণা করেন।

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও প্রায় সমান পরিমাণ তেল ভারত রাশিয়া থেকে আমদানি করবে। বাণিজ্যিক সিক্রেট হল ডিসকাউন্ট। সাধারণত ব্যবসায়ীদের মধ্যে কথা হয় এবং ৫ শতাংশ ছাড় পাওয়া যায়। এটা ওঠানামা করে।”

রাশিয়ান ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিনও আমেরিকার ভারতের উপরে শুল্ক চাপানো এবং ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। দুই দেশের সম্পর্কে তাঁর আস্থা রয়েছে বলেই জানিয়েছেন। ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শুল্কের কারণে আমেরিকার মার্কেটে ভারতীয় পণ্যের ঢুকতে সমস্যা হলে, রাশিয়ায় তা রফতানি করতে বলেছেন তিনি।