অপারেশন সিঁদুরের পর আরও ‘সুদর্শন চক্র’ কিনছে ভারত? বড় ইঙ্গিত রাশিয়ার রাষ্ট্রদূতের

Operation Sindoor: রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতা নিয়ে কারোর সংশয় নেই। তার শক্তিশালী নেতৃত্ব দেশকে বৈশ্বিক দক্ষতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।"

অপারেশন সিঁদুরের পর আরও সুদর্শন চক্র কিনছে ভারত? বড় ইঙ্গিত রাশিয়ার রাষ্ট্রদূতের
রাশিয়ার রাষ্ট্রদূত।Image Credit source: IANS

|

May 28, 2025 | 6:11 PM

নয়া দিল্লি: ভারতের পাশে রাশিয়া। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতের গুণগানই শোনা গেল রাশিয়ার রাষ্ট্রদূতের গলায়। এ দিন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বলেন, “আমার মনে হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতা নিয়ে বিশ্বের কারোর মনে সংশয় রয়েছে।”

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতা নিয়ে কারোর সংশয় নেই। তার শক্তিশালী নেতৃত্ব দেশকে বৈশ্বিক দক্ষতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা করে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ বলেন, “২২ এপ্রিল যে হামলা হয়েছে, তা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। বিশ্বজুড়ে এর নিন্দা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিনও হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ বার্তা দিয়েছিলেন, সহানুভূতি জানিয়েছিলেন। একইসঙ্গে অপরাধীদের চিহ্নিত করে, তাদের শাস্তি দেওয়ার কথা বলেছেন। ভারত সেই কাজই করেছে। আমরা বরাবরই বলেছি যে সন্ত্রাসবাদ নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে না।”

অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “ভারত স্পষ্টভাবে নিজের লক্ষ্য জানিয়েছিল এবং সেই অনুযায়ী পদক্ষেপও করেছে। টার্গেট বাছাই করেস জঙ্গিদের নিকেশ করেছে। আমরা যতদূর জানি, এস-৪০০ সিস্টেম ব্যবহার করা হয়েছে। ব্রহ্মস মিসাইলও ব্যবহার হয়েছে। এবং এর পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই অস্ত্র আরও কেনা নিয়ে কথাবার্তা চলছে।”

তিনি আরও বলেন, “ব্রহ্মস মিসাইল ভারতে তৈরি করা হচ্ছে। এটা রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় প্রতিরক্ষা হাতিয়ার। এই অস্ত্রগুলির ডিজাইন ও উৎপাদন করেছি আমরা, এবং এর ফলও আশাপ্রদ। আমরা এই ধরনের আরও অস্ত্র তৈরি করার পরিকল্পনা রয়েছে। একাধিক প্রজেক্ট পাইপলাইনে রয়েছে, অনেক কিছু ইতিমধ্যে বাস্তবায়িতও করা হয়েছে।”