
নয়াদিল্লি: আলাস্কায় তিন ঘণ্টার বৈঠকে কী আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে? সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সেই বৈঠকের বিষয়বস্তু জানালেন স্বয়ং পুতিন। আর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে পুতিনকে মোদী জানান, ভারত সবসময় এই লড়াইয়ের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এদিন দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন স্বয়ং মোদী।
শুক্রবার সারা বিশ্বের নজর ছিল পুতিন ও ট্রাম্পের বৈঠকের দিকে। দুই রাষ্ট্রপ্রধানের ঘণ্টা তিনেক বৈঠক হয়। সেই বৈঠকে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, আলোচনা বড় অগ্রগতি হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তার আগে এদিন মোদীকে ফোন করেন পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ফোন করার জন্য বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ। আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার বিষয়বস্তু আমার সঙ্গে ভাগ করেছেন। ভারত সবসময় ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। আর এই ইস্যুতে যেকোনও প্রচেষ্টাকে ভারত সমর্থন করে।” শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নয়, পুতিনের সঙ্গে কথোপকথনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ভারত বরাবরই এই লড়াইয়ের শান্তিপূর্ণ সমাধানের বার্তা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের সেই অবস্থানের কথাই মোদী এদিন জানালেন পুতিনকে।