Vladimir Putin India Visit: ফেরালেন না মোদীর আমন্ত্রণ, ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, ট্রাম্পকে ‘ঘোল’ খাওয়ানো শুরু?

India-Russia Relation: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।  মে মাসেই জানা গিয়েছিল যে পুতিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে ভারতে কবে আসবেন, সেই তারিখ চূড়ান্ত ছিল না। এবার মস্কো থেকেই খবর এল যে ডিসেম্বরে ভারতে আসতে পারেন পুতিন। 

Vladimir Putin India Visit: ফেরালেন না মোদীর আমন্ত্রণ, ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, ট্রাম্পকে ঘোল খাওয়ানো শুরু?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 30, 2025 | 10:58 AM

নয়া দিল্লি: আমেরিকা যেখানে ভারতের উপরে শুল্ক চাপিয়ে রাশিয়াকে চাপে ফেলতে চাইছে, সেখানেই ভারতের সঙ্গে বন্ধুত্বকে আরও মজবুত করছে পুতিনের দেশ। দিনকয়েক আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়া সফরে গিয়েছিলেন। এবার আমেরিকার রক্তচাপ বাড়িয়ে ভারতে আসছেন খোদ প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বর মাসে ভারত সফরে আসতে চলেছেন। ক্রেমলিন সূত্রেই এই তথ্য জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।  মে মাসেই জানা গিয়েছিল যে পুতিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে ভারতে কবে আসবেন, সেই তারিখ চূড়ান্ত ছিল না। এবার মস্কো থেকেই খবর এল যে ডিসেম্বরে ভারতে আসতে পারেন পুতিন।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার আগে অবশ্য আগামী ১ সেপ্টেম্বরই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে চিনের তিয়ানজিনে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যেভাবে বর্তমানে বিশ্ব রাজনীতির পরিবর্তন হচ্ছে, সেদিক থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেখানে শুল্ক নিয়ে ভারতের উপরে দাদাগিরি করার চেষ্টা করছে আমেরিকা, সেখানেই রাশিয়া ও চিন ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে।

সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছেন রাশিয়ার থেকে ক্রুড তেল কেনার জন্য। ভারত যেমন আমেরিকার এই সিদ্ধান্তকে অনায্য বলেছে, তেমনই চিন, যারা রাশিয়ার তেলের সবথেকে বড় ক্রেতা, তারাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। রাশিয়াও পাশে দাঁড়িয়েছে ভারতের। সে দেশের রাষ্ট্রদূত বলেছেন যে ভারত যদি চড়া শুল্কের কারণে আমেরিকায় পণ্য রফতানি না করতে পারে, তবে সেই পণ্য রাশিয়ায় রফতানি করতে পারে।