Rajasthan Politics: রাহুল, প্রিয়াঙ্কার পর একমাত্র সচিন পাইলটের রয়েছে এই গুণ! রাজস্থানের মন্ত্রীর মন্তব্যে নতুন জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 12, 2022 | 1:11 PM

Congress: রাজেন্দ্র গুডা অশোক পাইলট সরকারের মন্ত্রী। ২০২০ সালে গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সচিন পাইলট।

Rajasthan Politics: রাহুল, প্রিয়াঙ্কার পর একমাত্র সচিন পাইলটের রয়েছে এই গুণ! রাজস্থানের মন্ত্রীর মন্তব্যে নতুন জল্পনা
ছবি: ফাইল চিত্র

Follow Us

জয়পুর: কংগ্রেস সভাপতি নির্বাচনকে (Congress Presidential Election) কেন্দ্র করে রাজস্থান কংগ্রেসের (Rajasthan Congress) ফাটলের চিত্রটা অনেকটাই স্পষ্ট হয়েছিল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল। গেহলটকে সভাপতির দৌড় থেকে সরিয়ে দিয়ে বিবাদে সাময়িক জল ঢেলেছে কংগ্রেস। এই অবস্থায় সচিন পাইলটকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র গুডা। গুডা রাজস্থান থেকে বিএসপির টিকিটে নির্বাচিত বিধায়ক। তাঁর দাবি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্ক গান্ধীর পর সচিন পাইলট একমাত্র ‘ক্রাউড পুলার’ (যাঁর জনপ্রিয়তায় অনেক বেশি এবং যিনি ভিড় টানতে সক্ষম)। কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোল গেহলটের নাম নিয়ে আলোচনা শুরু হতেই তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তথা সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা তৈরি হয়েছিল। আর এতেই বেঁকে বসেন, গেহলটপন্থী সিংহভাগ কংগ্রেস বিধায়ক। ৯০ জন কংগ্রেস বিধায়ক অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন

রাজেন্দ্র গুডা অশোক পাইলট সরকারের মন্ত্রী। ২০২০ সালে গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সচিন পাইলট। তিনি বলেন, “রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পর সচিন পাইলট ভিড় টানতে সক্ষম। এমনকী সচিন পাইলটের জনগণ ও ভোটারদের আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে।” রাজস্থানের রাজনীতিতে গেহলট-পন্থী হিসেবে পরিচিত ছিলেন গুডা। এহেন রাজস্থানের মন্ত্রীর সচিন পাইলটকে নিয়ে একের পর এক বিবৃতি নতুন জল্পনা তৈরি করেছে। এর আগে রাজস্থানে যখন রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল তখন পাইলটকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে গুডা জানিয়েছিলেন সব বিধায়কের সমর্থন পাইলটের সঙ্গে রয়েছে।

রাজেন্দ্র গুডা রাজস্থান থেকে নির্বাচিত ৬ জন বিজেপির বিধায়কের মধ্যে একজন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর গেহলট সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি বিধায়করা। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে অশোক গেহলট ও সচিন পাইলটের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল। সেই সময় কংগ্রেস হাইকমান্ড গেহলটকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছিলেন।

Next Article