
নয়া দিল্লি: মঙ্গল রাতে ধুন্ধুমার নয়া দিল্লিতে। কৃষি ভবনের সামনে থেকে আটক করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মনরেগা বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল নেতা-নেত্রীদের। এদিন কৃষি ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল নেতৃত্বের। কিন্তু, তৃণমূল প্রতিনিধি দলের জন্য তিনি তাঁর দফতরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও, কেউ আসেননি বলে অভিযোগ করলেন সাধ্বী নিরঞ্জন। তাঁদের জন্য অপেক্ষা করে তাঁর আড়াই ঘণ্টা সময় নষ্ট হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নিজের দফতরে বসে বিভিন্ন নথিপত্র পরীক্ষা করছেন সাধ্বী নিরঞ্জন। তাঁর সামনে বেশ কয়েকটি ফাঁকা চেয়ার রাখা। পিছনে আরও বেশ কিছু আসন রয়েছে। সবগুলিই ফাঁকা। ইঙ্গিত স্পষ্ট, ওই ফাঁকা আসনগুলি তৃণমূল প্রতিনিধি দলের জন্য রাখা ছিল। তিনি জানিয়েছেন, তৃণমূলের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করতে গিয়ে তাঁর আড়াই ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, বাংলার দাবি জানানো নয়, বরং রাজনীতি করাই ছিল তৃণমূল নেতাদের আসল উদ্দেশ্য।
लेकिन बाद में वे तृणमूल के कार्यकर्ताओं को जनता बताकर मिलना चाह रहे थे,जो की कार्यालय की व्यवस्था के विरुद्ध था
संबंधित भेंट के तय विषयों से वे पीछे हट गये क्योंकि उनका उद्देश्य भेंट करना नहीं था,उनकी मंशा राजनीति करने की थी
तृणमूल नेताओं द्वारा की गई यह अत्यंत शर्मनाक घटना है.
— Sadhvi Niranjan Jyoti (@SadhviNiranjan) October 3, 2023
ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে সাধ্বী নিরঞ্জন লিখেছেন, “আজ আড়াই ঘণ্টা সময় নষ্ট হল। তৃণমূল সাংসদের জন্য অপেক্ষা করে করে আজ আমি সাড়ে আটটা অফিস থেকে বের হলাম। আমি জানতাম, তৃণমূলের সাংসদ ও বাংলার মন্ত্রীদের প্রতিনিধি দল আমার কার্যালয়ে আমার সঙ্গে দেখা করার জন্য এদিন সন্ধ্যা ৬টায় সময় নিয়েছিল। কিন্তু পরে, তারা তৃণমূল কর্মীদের সামনে আমায় ডেকে দেখা করতে চেয়েছিলেন। এটা আমার অফিসের ব্যবস্থার বিরোধী। তারা বৈঠকের নির্ধারিত বিষয় থেকে সরে এসেছে। কারণ তাদের উদ্দেশ্য দাবি পূরণ করা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতি করা। তৃণমূল নেতাদের এই আচরণ অত্যন্ত লজ্জাজনক।”
Sorry @SadhviNiranjan you are a lying so and so (and I am being polite). You gave our delegation an appointment . You vetted all names, checked each one off before allowing us to enter, made us wait 3 hrs & then ran away via the back door. https://t.co/tZ68Qgss0G
— Mahua Moitra (@MahuaMoitra) October 3, 2023
কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা বলছেন বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ তৃণমূল প্রতিনিধিদের বসিয়ে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়েছেন সাধ্বী নিরঞ্জন। সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, “দুঃখিত সাধ্বী নিরঞ্জন, আপনি মিথ্যাবাদী (আমি যথেষ্ট ভদ্র ভাবে বলছি)। আপনি আমাদের প্রতিনিধি দলকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমাদের প্রবেশের অনুমতি দেওয়ার আগে আপনি সমস্ত নাম যাচাই করেছেন। আমাদের ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করিয়েছেন এবং তারপর পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন।”