নয়া দিল্লি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন কাপুর পরিবারের সদস্যরা। বলিউডের খ্যাতনামা এই পরিবারের অভিনেতা-অভিনেত্রীরা প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ। সেই সাক্ষাৎকার যে কতটা স্পেশাল ছিল, সে কথা জানালেন অভিনেতা সইফ আলি খান। তিনি জানিয়েছেন, লোকসভা থেকে সরাসরি এসে তাঁদের সঙ্গে দেখা করলেও প্রধানমন্ত্রীর আতিথেয়তায় কোনও খামতি ছিল না।
রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিল কাপুর পরিবার। সেই সাক্ষাৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সইফ আলি খান বলেন, “লোকসভা থেকে সবেমাত্র ফিরেছেন। আমি ভেবেছিলাম উনি ক্লান্ত থাকবেন। কিন্তু ওঁর হাসি ও ব্যবহার অন্য কথা বলল।”
সাক্ষাৎকারের একটি অংশ উল্লেখ করে সইফ আলি খান বলেছেন, “প্রধানমন্ত্রী আমার বাবা-মায়ের সম্পর্কে কথা বলেন। তিনি আশা করেছিলেন তৈমুর ও জাহাঙ্গীরকেও সঙ্গে নিয়ে যাব। তিনি ওদের জন্য একটি কাগজে সইও করে দিয়েছেন।”
সইফ আলি খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে দেশ চালাতে কঠোর পরিশ্রম করছেন, তা স্পষ্ট। অভিনেতা বলেন, আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, কতটুকু বিশ্রাম নেন? তিনি জানিয়েছেন, রাতে মাত্র তিন ঘণ্টা। আমাদের জন্য মূল্যবান সময় বের করায় ধন্যবাদ জানালাম।