
নয়া দিল্লি: ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কের শিরোনামে মণিশঙ্কর আইয়ার। প্রবীণ কংগ্রেস নেতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করে বসলেন। মণিশঙ্কর দাবি করেন, রাজীব গান্ধী দুইবার ফেল করেছিলেন। তারপরও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন।
প্রবীণ কংগ্রেস নেতার দাবি, রাজীব গান্ধী কেমব্রিজ ও লন্ডনের ইমপেরিয়াল কলেজে ফেল করেছিলেন। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে মণিশঙ্কর আইয়ার বলছেন, “উনি (রাজীব গান্ধী) পাইলট ছিলেন, তিনি দুইবার ফেল করেছিলেন। আমি ওঁর সঙ্গে কেমব্রিজে পড়তাম। ওখানে ফেল করেছিল ওঁ। কেমব্রিজে ফেল করা বড় কঠিন। সহজেই ওখানে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, কারণ বিশ্ববিদ্যালয় তাদের ভাবমূর্তি ঝকঝকে রাখতে চায়, চেষ্টা করে যাতে সবাই পাশ করে যায়।”
তিনি আরও বলেন, “এরপর ওঁ (রাজীব গান্ধী) লন্ডনের ইমপেরিয়াল কলেজে যায়। সেখানেও ফেল করে। তাই আমি ভেবেছিলাম যে কীভাবে এমন একজন দেশের প্রধানমন্ত্রী হতে পারে? এখন আমি বলি যে উনি অসাধারণ প্রধানমন্ত্রী।”
এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। মণিশঙ্কর আইয়ারের গোটা ইন্টারভিউয়ের ভিডিয়োটিও মেলেনি।
জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সম্পর্কেই প্রশ্ন করা হয়েছিল। রাহুল গান্ধীর কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তরেই তিনি ইন্দিরা গান্ধী-রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। বলেন যে একসময় ইন্দিরা গান্ধীকেও ‘গুঙ্গি গুড়িয়া’ (বোবা পুতুল) বলা হত। এরপর তিনি রাজীব গান্ধীর শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার কথাও তুলে ধরেন। সনিয়া গান্ধীকেও বিদেশিনি হওয়ায় কী কী কটাক্ষের মুখে পড়তে হয়েছিল, তা মনে করিয়ে দেন।
এদিকে, মণিশঙ্কর আইয়ারের এই মন্তব্যের পর কটাক্ষ করে বিজেপি। নিজের দলের নেতারই সমালোচনা করায় তীর্যক মন্তব্যের মুখে পড়েন প্রবীণ কংগ্রেস নেতা। দলের তরফেও মণিশঙ্কর আইয়ার সমালোচনার মুখে পড়েছেন। হরিশ রাওয়াত মণিশঙ্কর আইয়ারকে ‘ফ্রাস্টেটেড’ বলেছেন।