নয়া দিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর পদ থেকে অবসর নিলেন সঞ্জয় মিশ্র। ২০১৮ সাল থেকে ওই পদে ছিলেন তিনি। মোট ৪ বার তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল, যা নিয়ে বিতর্কও কম হয়নি। সূত্রের খবর, ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন আইআরএস অফিসার রাহুল নবীন। তিনি এমন একজন আধিকারিক, যাঁর মেয়াদ বৃদ্ধির জন্য অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্রীয় সরকার।
ডিরেক্টর পদে প্রথমে তাঁর মেয়াদ ছিল ২ বছরের। পরে ২০২০ সালে সেই মেয়াদ বাড়ানো হয়। তিন বছরের মেয়াদ হয় তাঁর। এরপর দ্বিতীয়বার ২০২১ সালে ফের মেয়াদ বাড়ে। ২০২২-এর নভেম্বর পর্যন্ত ওই তাঁর পদে মেয়াদ বৃদ্ধি করে মোদী সরকার। বিজেরি সরকার একটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ আনে, যাতে বলা হয়, ইডি বা সিবিআই-এর ডিরেক্টর ওই পদে ৫ বছর থাকতে পারবেন। এরপর ২০২২ সালে ফের বাড়ে সঞ্জয় মিশ্রের মেয়াদ। ২০২৩-এর নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০২৩-এর ১৫ সেপ্টেম্বর পর্যন্তই মেয়াদ বাড়ানো সম্ভব, তার বেশি নয়।
আজই ইডি-র ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে রাহুল নবীনকে দায়িত্ব দিয়েছে সরকার। ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার তিনি। এর আগে ইডি হেডকোয়ার্টারে চিফ ভিজিল্যান্স অফিসার পদে ছিলেন তিনি।
সঞ্জয় মিশ্রের অবসরের একদিন আগেই সারা দেশে ইডি-র বিভিন্ন শাখায় মোট ২৭ জন অফিসারকে বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টরের মতো পদের অফিসাররা। তবে কলকাতা জোনে কোনও বদল হয়নি। ইডি-র তরফে জানানো হয়েছে এগুলো রুটিন বদলি।