Saree Gang arrested: দোকানদার অন্যমনস্ক হলেই শাড়ি নিয়ে চম্পট! পুলিশের হাতে ধরা পড়ল ‘শাড়ি-গ্যাং’
Saree Gang arrested: অন্তত ৫টি শোরুমে চুরি হওয়ার পরই অভিযোগ সামনে আসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও জমা পড়ে পুলিশের কাছে।

বেঙ্গালুরু: সোনার দোকানে চুরির চক্রের কথা আগেও শোনা গিয়েছে। এবার ধরা পড়ল শাড়ি চুরির গ্যাং। মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার শাড়ি। সিল্ক শাড়িগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মোট ১১ জন মিলে ওই চক্র চালাত বলে জানতে পেরেছে বেঙ্গালুরু পুলিশ। মূলত কর্নাটক আর অন্ধ্র প্রদেশের একাধিক দোকান থেকে তারা শাড়ি চুরি করত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক অভিনব কায়দায় দোকানদারের চোখে ধুলো দিয়ে শাড়ি নিয়ে পালাত তারা। একের পর এক শহরে এই কাণ্ড ঘটানোর পর অবশেষে পুলিশ সেই চক্রের সন্ধান পেয়েছে।
ধৃতদের নাম সুনীতা, মাত্তাপাথি রানি, রত্নাভেলু, তানীর শিবকুমার, শিবরাম প্রসাদ, ভেঙ্কটেশ ও ভরত। বেঙ্গালুরুর অশোক নগর থানা ও হাই গ্রাউন্ড থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছিল। দুটি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের হাতেই ধরা পড়ে ওই ৭ জন। জেরায় তাদের কাছ থেকে চুরির কথা জানতে পেরেছেন পুলিশ আধিকারিকেরা।
পুলিশ জানতে পেরেছে, একেকটি দোকানে চুরি করতে যেতেন ওই দলের অন্তত ৬ জন সদস্য। প্রথমে তিনজন মহিলা দোকানের ভিতরে প্রবেশ করতেন। আর পাঁচ জন ক্রেতার মতোই শাড়ি দেখতে চাইতেন তাঁরা। এর কিছুক্ষণ পর দোকানে প্রবেশ করতেন তিন পুরুষ সদস্য। তাঁরা দোকানদারকে বলতেন বেশি দামি শাড়ি দেখাতে। দুটি আলাদা দলকে শাড়ি দেখানো হত। দামি শাড়ি কেনার নামে ৫০-৬০ খানা শাড়ি একসঙ্গে নামিয়ে ফেলতেন তাঁরা। এরপর দোকানদার একটু অন্যমনস্ক হলেই তার মধ্যে থেকে শাড়ি তুলে নিয়ে পালাতেন ওই দলের সদস্যরা।
একই ঘটনা ঘটেছে পরপর বেশ কয়েকটি দোকানে। অন্তত ৫টি শোরুমে চুরি হওয়ার পরই অভিযোগ সামনে আসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজও জমা পড়ে পুলিশের কাছে। আর তাতেই স্পষ্ট দেখা যায়, কীভাবে লোকজনে ভরা শোরুমের মাঝখান থেকে শাড়ি তুলে পালাচ্ছেন কয়েকজন। সেই ফুটেজ খতিয়ে দেখেই তল্লাশি শুরু হয়। তারপরই ধরা পড়েছেন ৭ জন।





