
জ্যোতির্ময় কর্মকার ও শ্রাবন্তী সাহা: সুপ্রিম কোর্টে মুর্শিদাবাদ হিংসা মামলা প্রত্যাহার। আরও তথ্য নিয়ে মামলা করার নির্দেশ বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কে সিংয়ের। মামলাকারী বক্তব্য ছিল, মুর্শিদাবাদে একাধিক ব্যক্তি ঘরছাড়া রয়েছেন। এমনকি আতঙ্কে তাঁরা সেই জায়গায় থাকতে পারছেন না। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে, এমনকি রেল অবরোধেরও ঘটনা ঘটেছে। এই অভিযোগ তুলে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা মামলা দায়ের করেন। কিন্তু এই যাবতীয় তথ্য তিনি কীসের ওপর ভিত্তি করে দিয়েছেন, তা আইনজীবীর কাছে জানতে চায় শীর্ষ আদালত। বিচারপতির প্রশ্ন, “কারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাস করছেন, তাঁদের বিবরণ কোথায় ?”
আইনজীবী আদালতে জানান, তিনি কেবল সংবাদমাধ্য়মের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করেছেন। আদালতের এক্ষেত্রে পর্যবেক্ষণ, মামলা করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ যদি প্রধান উদ্দেশ্য হয়, তাহলে অন্য কথা বলতে হয়।
রাজ্য সরকার ছাড়া বাকিদের কাউকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়নি, তা নিয়েও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েন আইনজীবী। শীর্ষ আদালতের বিচারপতির পর্যবেক্ষণ, গোটা মামলায় রিসার্চের ভীষণ অভাব রয়েছে।
মামলাকারী আইনজীবী উদ্দেশে বিচারপতি বলেন, “আপনার কী উদ্দেশ্য? আপনার খুব তাড়াহুড়ো আছে মনে হচ্ছে!” মামলা দায়ের করার ‘ডেকোরম’ আইনজীবী জানেন কিনা তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি। বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের প্রশ্ন,
“কী উদ্দেশ্যে এই মামলা করেছেন ? কতদিন ওকালতি করছেন, কতগুলি জনস্বার্থ মামলা করেছেন ?”
এরপর মামলাকারী নিজেই মামলা প্রত্যাহার করেন। পরবর্তীতে আরও রিসার্চের ভিত্তিতে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। এই মামলার সঙ্গে সংযুক্ত আরও একটি মামলাও নতুন কয়েকটি ঘটনাক্রম পিটিশনে যুক্ত করার জন্য প্রত্যাহার করা হয়।