এবার পুলিশকেই ডিজিটাল অ্যারেস্ট করল এক সাইবাত্র প্রতারক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাইবার প্রতারকদের নিশানায় এবার খোদ পুলিশ। তাও আবার যে সে পুলিশ নয়, সটান সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেই ফোন করে বসল সাইবার প্রতারক। ঘটনাটি ঘটেছে কেরালায়।
এমনিতে এখন ডিজিটাল অ্যারেস্টের জালে জড়িয়ে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা হারাচ্ছেন ভারতীয় নাগরিকরা। বিষয় এতটাই গুরুতর হয়ে উঠেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও শোনা গিয়েছে উদ্বেগের সুর। তবু মানষের টনক যেন নড়ছে না। বারবার পা দিচ্ছে প্রতারকদের পাতা ফাঁদে। ফলে বেড়েই চলেছে প্রতারকদের সাহস।
এবার এরকমই একটি ঘটনা ঘটল খোদ কেরালার সাইবার সেলের এক পুলিশের অফিসারের সঙ্গে। কী হয়েছিল? প্রতারকের ফোনটির সম্পূর্ণ কথোপকথন রেকর্ড করেছেন সেই পুলিশ আধিকারিক। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখেন “দ্য টাইগার হু কট দ্য টাইগার”। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মকর্তা হিসাবে একজন ব্যক্তি তার সম্ভাব্য ডিজিটাল শিকারকে তাঁর ব্যক্তিগত তথ্য সম্পর্কে কিছু প্রশ্ন করছেন। যে ব্যক্তিকে তিনি ফোন করেছেন তিনি আসলে পুলিশ কর্তা। সেই পুলিশ অফিসারটি প্রতারককে বলেন যে তাঁর ক্যামেরা সঠিকভাবে কাজ করছে না।
ভিডিয়োটি আরেকটি এগোলে দেখা যায়, প্রতারক তার শিকারের আসল পরিচয় সম্পর্কে অজ্ঞাত, এবং তাঁকে ক্যামেরা ঠিক করার নির্দেশ দেন। অফিসার এরপরে ক্যামেরা ঠিক করে নিজের পরিচয় প্রকাশ্যে এনে হঠাৎ করেই প্রতারককে প্রশ্ন করেন “তুমি কি করো?”
পুলিশ অফিসারকে দেখে থতমত খেয়ে যায় সেই প্রতারক। তাঁর মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই পরিস্থিতির জন্য সে মোটেই প্রস্তুত ছিল না।
তখন আবার পুলিশ অফিসার বলেন, “ইয়ে কাম ছোর দো” (এই কাজ ছেড়ে দাও)।
এরপরেই পুলিশ অফিসার সেই প্রতারককে বলেন, “আমার কাছে তোমার ঠিকানা, তোমার অবস্থান এবং সব তথ্য আছে। এটা সাইবার সেল।”