হাপুস নয়নে কাঁদছে, কেউ ভয়ে কাঁটা! নামকরা স্কুলে সাতসকালেই ভয়ঙ্কর কাণ্ড, ছুটে এল পুলিশ

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 02, 2024 | 11:17 AM

Bomb Threat: পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একটি স্কুলে বোমা রেখে দেওয়ার হুমকি এসেছে। ইমেইলে লেখা ছিল যে গতকাল স্কুলে বোমা রাখা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে কিছু পাওয়া যায়নি। আইনি পদক্ষেপ করা হচ্ছে। 

হাপুস নয়নে কাঁদছে, কেউ ভয়ে কাঁটা! নামকরা স্কুলে সাতসকালেই ভয়ঙ্কর কাণ্ড, ছুটে এল পুলিশ
চলছে তল্লাশি।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: সকালে সবে স্কুলে ঢুকেছে পড়ুয়ারা। ক্লাস শুরু হবে, হঠাৎ স্কুলে এল একটি মেইল। আর তারপরই হুলুস্থুল। সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হল স্কুল। আতঙ্কে কাটা পড়ুয়া-অভিভাবকরা। খবর এসেছে, স্কুলে বোমা রাখা রয়েছে, উড়িয়ে দেওয়া হবে গোটা স্কুল। এই ইমেইল পেতেই সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হল দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার একটি বেসরকারি স্কুল। এখনও চলছে তল্লাশি।

জানা গিয়েছে, দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার একটি স্কুলে উড়ো ইমেইল আসে। সেই ইমেইলে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা আছে। স্কুল কর্তৃপক্ষ এই মেইল পেতেই সকালে স্কুল ফাঁকা করে দেওয়া হয়। পড়ুয়াদের বের করে আনা হয়। স্কুলে এখনও চলছে তল্লাশি।

দিল্লি পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গ্রেটার কৈলাশ এলাকার একটি স্কুলে বোমা রেখে দেওয়ার হুমকি এসেছে। ইমেইলে লেখা ছিল যে গতকাল স্কুলে বোমা রাখা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে কিছু পাওয়া যায়নি। আইনি পদক্ষেপ করা হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই দিল্লি-এনসিআরের ১৫০টি স্কুলে বোমা রাখার উড়ো হুমকি আসে। সেই সময় তদন্তে জানা যায়, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে পাঠানো হয়েছিল। এবারের ইমেইলটিও বুদাপেস্ট থেকেই এসেছে বলে খবর। আইপি অ্যাড্রেস ট্রাক করে ইমেইলের উৎস চিহ্নিত করা হয়েছে। দিল্লি পুলিশ শীঘ্রই বুদাপেস্টের সঙ্গে যোগাযোগ করবে বলে জানা গিয়েছে।

Next Article