SEBEX 2: প্রতিরক্ষা ক্ষেত্রে ধামাকা! বিশ্বের সবথেকে শক্তিশালী বিস্ফোরক এবার ভারতের হাতে

Jul 04, 2024 | 8:22 PM

SEBEX 2: বর্তমানে পৃথিবীতে সবথেকে শক্তিশালী অস্ত্র অবশ্যই পরমাণু বোমা। তবে, তার ভয়ানক মারণ ক্ষমতা এবং পরবর্তী ক্ষতিকর প্রভাবের জন্য পরমাণু বোমা হামলা চালানো কার্যত সম্ভব নয়। পরমাণু শক্তির পর যদি সবথেকে শক্তিশালী বিস্ফোরক কিছু থেকে থাকে, তা হল টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন। তবে, এবার প্রতিরক্ষা খাতে বিপ্লব ঘটাতে চলেছে ভারত। ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হল এক সম্পূর্ণ নতুন বিস্ফোরক ।

SEBEX 2: প্রতিরক্ষা ক্ষেত্রে ধামাকা! বিশ্বের সবথেকে শক্তিশালী বিস্ফোরক এবার ভারতের হাতে
প্রতীকী ছবি (কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি)
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে পৃথিবীতে সবথেকে শক্তিশালী অস্ত্র অবশ্যই পরমাণু বোমা। তবে, তার ভয়ানক মারণ ক্ষমতা এবং পরবর্তী ক্ষতিকর প্রভাবের জন্য পরমাণু বোমা হামলা চালানো কার্যত সম্ভব নয়। এই বিষয়ে বিশ্বের অধিকাংশ পরমাণু শক্তিধর দেশ সম্মত। মাঝে-মাঝেই রাশিয়া বা উত্তর কোরিয়া পরমাণু হামলার হুমকি দেয় বটে, কিন্তু সত্যিকারের পরমাণু হামলা এখনও পর্যন্ত পৃথিবীতে দুবারই ঘটেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিল। পরমাণু শক্তির পর যদি সবথেকে শক্তিশালী বিস্ফোরক কিছু থেকে থাকে, তা হল টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন। তবে, এবার প্রতিরক্ষা খাতে বিপ্লব ঘটাতে চলেছে ভারত। ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হল এক সম্পূর্ণ নতুন বিস্ফোরক । এই বিস্ফোরক টিএনটি-র থেকেও দুই গুণ বেশি প্রাণঘাতী বলে দাবি করা হচ্ছে।

এই নয়া বিস্ফোরকটির নাম সেবেক্স ২ (SEBEX 2)। নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ এই বিস্ফোরক তৈরি করেছে। পারমাণবিক অস্ত্রগুলি বাদ দিলে, বিশ্বের সবথেকে শক্তিশালী বিস্ফোরকগুলির অন্যতম এখন সেবেক্স ২। বিস্ফোরণের মাত্রায় অনেক গুণে এগিয়ে থাকলেও, আগে যে বিস্ফোরকগুলি ব্যবহার করা হত, তার থেকে ওজনে এতটুকু বেশি ভারী নয় সেবেক্স ২। কাজেই কামানের শেল হোক কিংবা মিসাইলের ওয়ারহেড, এই বিস্ফোরক ব্যবহার করলে কোথাও অতিরিক্ত ওজন পড়বে না। তবে, তাদের ধ্বংসাত্মক শক্তি বেড়ে যাবে অনেক গুণে।


নৌবাহিনীর যে প্রতিরক্ষা রফতানি প্রকল্প আছে, তার অধীনেই এই বিস্ফোরকটির পরীক্ষা করা হয়েছে। তবে শুধু এই একটিই বিস্ফোরক নয়, সোলার ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান, ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড বা ইইএল সংস্থা মোট তিনটি নতুন বিস্ফোরকের ফর্মুলা তৈরি করেছে। এই তিন বিস্ফোরক ফর্মুলা ভারতীয় অস্ত্রশস্ত্রের ফায়ার পাওয়ার এবং বিস্ফোরক প্রভাব অনেকটাই বাড়িয়ে দেবে। এর ফলে, সশস্ত্র বাহিনীর জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এই তিন ফর্মুলা। মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে এই তিনটি বিস্ফোরক তৈরি করা হয়েছে। হাই-মেল্টিং এক্সপ্লোসিভস-এর ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেবেক্স ২। সূত্রের খবর, পরীক্ষা সফল হওয়ার পর, ছয় মাসের মধ্যেই এই বিস্ফোরক ভারতীয় সশস্ত্র বাহিনীর ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।

 

 

Next Article