Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Telangana Tunnel Collapse: পেরিয়েছে এক মাস, ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ, আটকে এখনও ৬

Telangana Tunnel Collapse: উল্লেখ্য, স্থানীয় প্রশাসনিক কর্তাদের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই উদ্ধারকাজের জন্য ২৫টি সরকারি ও বেসরকারি সংস্থা মিলিয়ে অকুস্থলে ৭০০ জন বিপর্যয় মোকাবিলার একটি দল মোতায়েন করা হয়েছে।

Telangana Tunnel Collapse: পেরিয়েছে এক মাস, ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ, আটকে এখনও ৬
প্রতীকী ছবিImage Credit source: X
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 3:24 PM

হায়দরাবাদ: এখনও থামেনি উদ্ধারকাজ। ৩০ দিন পেরিয়েও তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট। তার মধ্যেই আবার সুড়ঙ্গ থেকে উদ্ধার হয়ে গেল দ্বিতীয় মৃতদেহটি। জানা গিয়েছে, খননকারী যন্ত্র দিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে খোঁড়ার সময়ই ভেসে ওঠে ওই মৃতদেহটি। যা আপাতত টানেলের বাইরে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।

গত ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার নাগাড়কুরন্নুল জেলায় নির্মীয়মান শ্রীসৈলাম সুড়ঙ্গ ধসে পড়ায় আটক হয়ে যায় আট শ্রমিক। সেই সময় ওই সুড়ঙ্গের মধ্যে কর্মরত ছিলেন ২০ জনেরও অধিক। তবে সুড়ঙ্গ ধসে পড়ার সময়েই ১২-১৩ জন বেরিয়ে এলেও, আটকা পড়েন আট জন শ্রমিক। তারপরেই বাড়ে বিপত্তি।

নানা উপায়ে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হলেও কাদা-জলের কারণে কোনও মতে শ্রমিকদের কাছ অবধি পৌঁছানো সম্ভব হয় না। আর এর মাঝেই আবার উদ্ধার হয় প্রথম শ্রমিকের মৃতদেহটি। ইতিমধ্যে সে রাজ্য়ের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে। সোমবারও, উদ্ধারকাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে সেই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, স্থানীয় প্রশাসনিক কর্তাদের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই উদ্ধারকাজের জন্য ২৫টি সরকারি ও বেসরকারি সংস্থা মিলিয়ে অকুস্থলে ৭০০ জন বিপর্যয় মোকাবিলার একটি দল মোতায়েন করা হয়েছে। কিন্তু তাতেও যে খুব একটা লাভ হচ্ছে এমনটা নয়। কারণ, সুড়ঙ্গের মধ্যে জমে থাকে কাদা-জল সরাতেই, আবার নতুন করে জলে জলাকার হচ্ছে। তার ফলে আরও বিপন্ন হচ্ছে পরিস্থিতি।