Operation Sindoor: রাতেই ইন্ডিয়া গেট ঘিরে ফেলল সেনা, দিল্লিতেও বাতিল সরকারি কর্মীদের ছুটি

Operation Sindoor: এক পুলিশ অফিসার বলেন, "পুলিশ সবসময় সজাগ রয়েছে। রাতের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বাহিনী নিয়োগ করা হবে।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব জোনের স্পেশাল কমিশনাররা ১৫টি জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন।

Operation Sindoor: রাতেই ইন্ডিয়া গেট ঘিরে ফেলল সেনা, দিল্লিতেও বাতিল সরকারি কর্মীদের ছুটি
নিরাপত্তা বাড়ানো হয়েছে নয়াদিল্লিতে (ফাইল ফোটো)Image Credit source: PTI

May 09, 2025 | 6:54 PM

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দিল্লিতে নিরাপত্তা আরও জোরদার করা হল। রাতে নজরদারি বাড়ানো হল। বাতিল করা হল সরকারি কর্মীদের ছুটি। আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিও খতিয়ে দেখলেন দিল্লির ১৫টি জেলার জেলাশাসকরা।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ৭ মে ভারতীয় সেনার এই ‘অপারেশন সিঁদুর’-র পর পাকিস্তান সেনা সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে। এমনকি, ভারতের একাধিক সীমান্তবর্তী এলাকায় মিসাইলও ছোড়ে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করেছে।

এই পরিস্থিতিতে দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকাল ইন্ডিয়া গেটের সামনে থেকে সবাইকে চলে যাওয়ার জন্য পুলিশ মাইকিং করে। এলাকাটি ঘিরে ফেলে সেনা। বিভিন্ন মল, বাজার, হোটেল, জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মেট্রো স্টেশন এবং বিমানবন্দরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আধা সেনা মোতায়েন করা হয়েছে। এক পুলিশ অফিসার বলেন, “পুলিশ সবসময় সজাগ রয়েছে। রাতের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বাহিনী নিয়োগ করা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব জোনের স্পেশাল কমিশনাররা ১৫টি জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। বাইরে থেকে দিল্লিতে আসা গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি শহরের সীমান্তবর্তী জায়গাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

যেকোনও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসকরা। নয়াদিল্লি জেলার এক অফিসার বলেন, স্বাস্থ্য বিভাগ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠক করা হয়েছে। পূর্ব দিল্লি জেলার এক আধিকারিক জানান, আপদকালীন পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠক হয়েছে।

দিল্লি সরকারের পরিষেবা দফতর একটি নোটিস দিয়ে সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে। জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও কর্মী ছুটিতে যেতে পারবেন না।