UP Municipal Poll Result Highlights: পুরনির্বাচনে গেরুয়া-ঝড়, যোগী রাজ্যে ১৭ টি পুরসভাতেই জয়ী বিজেপি

UP Municipal Poll Result Highlights: উত্তর প্রদেশের ১৭ টি পুরসভায় নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আজ। পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও প্রকাশিত হবে। এখনই ১৭ টি পুরসভার মধ্যে ১৬ টিতেই এগিয়ে রয়েছে বিজেপি।

UP Municipal Poll Result Highlights: পুরনির্বাচনে গেরুয়া-ঝড়, যোগী রাজ্যে ১৭ টি পুরসভাতেই জয়ী বিজেপি
উত্তরপ্রদেশে সবকটি পুরসভায় জয়ী বিজেপি।

| Edited By: Sukla Bhattacharjee

May 13, 2023 | 5:15 PM

লখনউ: শনিবার ফলাফল ঘোষণা কর্নাটক বিধানসভা নির্বাচনের। এই দক্ষিণী রাজ্যে ক্ষমতা কার হাতে থাকবে তার দিকে যেমন নজর থাকবে সেরকম আজ দৃষ্টি রয়েছে যোগী রাজ্যের স্থানীয় নির্বাচনের দিকেও। আজ উত্তর প্রদেশে ১৭ টি পুরসভার নির্বাচনের ভোট গণনাও রয়েছে। এর মধ্যে রয়েছে লখনউ, বারাণসী, অযোধ্যার মতো পুরসভাগুলি। স্থানীয় নির্বাচন হলেও এর গুরুত্ব কম নয়। ২৪-র লোকসভা নির্বাচনের আগে এই পুরসভা নির্বাচন বিজেপির কাছে নিজেদের ক্ষমতা ঝালিয়ে নেওয়ার পরীক্ষা। ফলে এই নির্বাচনের ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। গত ৪ মে ও ১১ মে, দুই দফায় উত্তর প্রদেশের ১৭ টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরই বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ পুরসভার দখল নেবে বিজেপিই। ভোট গণনার শেষে কী পরিস্থিতি হয় তার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এখানে।

  1. কানপুরের মেয়র আসনেও জয়ী বিজেপি। এই নিয়ে টানা চারবার এই কেন্দ্রে জয়ী হল বিজেপি।
  2. মথুরা, মোরদাবাদের মেয়র আসনেও জয়ী হয়েছে বিজেপি।
  3. সাহারানপুর কেন্দ্রে ৮ হাজার ভোটে জয়ী বিজেপি।
  4. অযোধ্যায় মেয়র পদাধিকারীর আসনে ৩৪ হাজার ভোটে জয়ী বিজেপি গিরীশপতি ত্রিপাঠী
  5. প্রয়াগরাজে ২টি আসনে জয়ী হয়েছে ওয়েইসির এআইএমআইএম।
  6. বারাণসীতে ১৬ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। ৯ হাজার ভোট পেয়ে বিজেপির পিছনে পিছনেই রয়েছে সপা। যেখানে ৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস।
  7. সাম্প্রতিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, পুরসভা নির্বাচনের ১৭ টির মধ্যে ১৪ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ২০১৭ সালের নির্বাচনে ১৬ টি পৌরনিগমের মধ্যে ১৪ টি গিয়েছিল বিজেপির ঘরে। ২০১৮ সালে শাহজানপুর পৌরনিগমের সংযুক্তিকরণ ঘটেছে।
  8. এদিকে প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, মিরাটে এগিয়ে রয়েছে আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম।
  9. লখনউতে ১,৮৫২ ভোটে এগিয়ে বিজেপি। ১,৩২২ ভোট নিয়ে শাসক দলের পিছনেই রয়েছে সপা।
  10. কানপুর পৌরনিগমে বিজেপি ও সপাকে পিছনে ফেলে এগোচ্ছে কংগ্রেস। এই আসন শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে কংগ্রেসের কাছে নিঃসন্দেহে এটি বড় জয় হবে।
  11. এদিকে ১৬ টি পুরসভায় এগিয়ে বিজেপি। মাত্র একটি পুরসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস। পিছিয়ে রয়েছে সপা ও বিএসপি।
  12. এদিকে আজ উত্তর প্রদেশের দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণাও রয়েছে আজ। রামপুরের সুয়ার বিধানসভা কেন্দ্র এবং মিরজাপুরের ছানবে কেন্দ্রে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষিত হবে। রামপুরে এমনিতে সমাজবাদী পার্টিরই রাজত্ব। ফলে সেখানে এই উপনির্বাচনে বিজেপি ও সপার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।