Bangla NewsIndia See highlights of PM Modi speaking in Madhya Pradesh global investor's summit
Madhya Pradesh Global Investors Summit: বিনিয়োগের আকর্ষণীয় জায়গা ভারত: মোদী
Madhya Pradesh Global Investors Summit: এদিন ভার্চুয়ালি মধ্য প্রদেশের গ্লোবাল ইনভেস্টার্স সামিটে বক্তব্য রাখেন মোদী। তিনি বলেন, ভারত বিনিয়োগের আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে।
ফাইল ছবি
Follow Us
ভোপাল: মধ্য প্রদেশে (Madhya Pradesh) বুধবার গ্লোবাল ইনভেস্টর্স সামিটের আয়োজন করা হয়েছে আজকের এই সম্মেলনে (‘Invest (in) Madhya Pradesh – Global Investors Summit 2023’) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সম্মেলন থেকে কী কী বললেন তিনি এক নজরে দেখে নিন।
স্বাস্থ্যক্ষেত্র, কৃষি, পুষ্টি, ক্ষমতা হোক বা উদ্ভাবন- সব জায়গায় সবদিক থেকে ভারতে নতুন নতুন সম্ভাবনা আপনাদের জন্য অপেক্ষা করছে। এটা ভারতের নির্মাণরে সঙ্গে সঙ্গে একটি গ্লোবাল সাপ্লাই চেইন তৈরিরও সময়।
পিএম গতিশক্তি ন্য়াশনাল মাস্টার প্ল্যানের রূপে প্রথমবারের জন্য ভারতে পরিকাঠামো তৈরির একটি ন্যাশনাল প্ল্যাটফর্ম হয়েছে।
গত ৮ বছরে আমরা জাতীয় সড়ক নির্মাণের গতি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এর ফলে কার্যকর এয়ারপোর্টের সংখ্যাও দ্বিগুণ হয়ে গিয়েছে। ডেডিকেটেড মালবাহী করিডর, ইন্ডাস্ট্রিয়াল করিডর, এক্সপ্রেসওয়ে ও লজিস্টিক পার্কস নয়া ভারতের পরিচয় হয়ে উঠছে।
তিনি বলেছেন, “২০১৪ সাল থেকেই ভারত সংস্কার, রূপান্তর ও সঞ্চালনের পথে রয়েছে। আর আত্মনির্ভর ভারত অভিযান এই ভাবনায় গতি এনেছে। এর ফলে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্থব্যস্থল হয়ে উঠেছে ভারত।”
আজ ভারত যা FDI পাচ্ছে তা রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকী আমাদের মধ্যে আপনাদের উপস্থিতি সেই ভাবাবেগকে প্রতিফলিত করে। ভারতের উপর বিশ্বের যে আশাবাদী মনোভাব দেখা গিয়েছে তা মূলত চালিত হয়েছে ভারতের শক্তিশালী গণতন্ত্র, দেশের যুব সম্প্রদায় ও রাজনৈতিক স্থিতাবস্থার দ্বারা। এইসব কারণেই ভারত সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ভারতে বসবাস ও ব্যবসা করা আরও সহজ হচ্ছে। এমনকী গত এক শতকে একটি সঙ্কটের সময় আমরা সংস্কারের পথেই থেকেছি।
যেসব প্রতিষ্ঠান বিশ্ব অর্থনীতি গতিপ্রকৃতি ট্র্যাক করে তাদের ভারতের উপর আস্থা রয়েছে। বিশ্বের সব বিনিয়োগকারীদের (Global Investors) মধ্যেও সেই একই আশা দেখা গিয়েছে। সম্প্রতি একটি সম্মানীয় আন্তর্জাতিক ব্যাঙ্ক সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের বেশিরাভাগ বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য ভারতকে পছন্দ করছে।
তিনি এ দিন বলেছেন, “বিশ্ব অর্থনীতিতে ভারতকে একটি উজ্জ্বল জায়গা হিসেবে দেখে। বিশ্ব ব্যাঙ্ক মনে করে, বিশ্বে বিভিন্ন অর্থনৈতিক টানাপোড়েন সামাল দেওয়ার জন্য অন্য়ান্য দেশের তুলনায় ভাল জায়গায় রয়েছে ভারত। এর অন্যতম কারণ হল, ভারতের শক্তিশালী ম্যাক্রোইকোনমিক মৌলক বিষয়গুলি।”
মধ্য প্রদেশে এমন সময় এই সামিট হচ্ছে যখন ভারতের অমৃতকাল শুরু হয়ে গিয়েছে। ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন বলেছেন, উন্নত ভারত তৈরির জন্য সকলে মিলে কাজ করছে।
উন্নত ভারত তৈরিতে মধ্য প্রদেশ একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। ভক্তি ও আধ্যাত্মবাদ থেকে পর্যটন এবং কৃষি থেকে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, এমপি আজব ভি হ্যায়, গজব ভি অর সাজগ ভি হ্যায়।