Pakistan Shelling: পাক গোলায় প্রাণ গেল রাজৌরির পদস্থ আধিকারিকের, আহত আরও ২

Pakistan Shelling: প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে রাজৌরিতে পাক সেনার গোলা এসে পড়ে রাজকুমার থাপার বাড়িতে। তাতে গুরুতর জখম হন ওই পদস্থ আধিকারিক ও তাঁর দুই কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাপাকে মৃত ঘোষণা করা হয়।

Pakistan Shelling: পাক গোলায় প্রাণ গেল রাজৌরির পদস্থ আধিকারিকের, আহত আরও ২
পাক গোলায় প্রাণ হারালেন রাজৌরির পদস্থ আধিকারিক রাজকুমার থাপা (ফাইল ফোটো)Image Credit source: Social Media

May 10, 2025 | 9:11 AM

রাজৌরি: পাকিস্তানের কাপুরুষোচিত হামলায় প্রাণ গেল জম্মু ও কাশ্মীরের এক উচ্চপদস্থ আধিকারিকের। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর বিনা প্ররোচনায় লোকালয়ে গোলাবর্ষণ করছে পাক সেনা। রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার। গুরুতর আহত হয়েছেন আরও ২ সরকারি কর্মী। পাকিস্তান সেনার গোলাবর্ষণে রাজকুমার থাপার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালানোর পর পাক সেনা সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে চলেছে। সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ নাগরিকরাও ছাড়া পাচ্ছে না।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে রাজৌরিতে পাক সেনার গোলা এসে পড়ে রাজকুমার থাপার বাড়িতে। তাতে গুরুতর জখম হন ওই পদস্থ আধিকারিক ও তাঁর দুই কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাপাকে মৃত ঘোষণা করা হয়। দুই কর্মীর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “আমরা একজন ভাল অফিসারকে হারালাম। গতকাল তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে ভার্চুয়াল বৈঠক করেছিলাম, সেখানেও ছিলেন। আমার শোক প্রকাশের ভাষা নেই।” জম্মু বাসিন্দাদের রাস্তায় না থাকার আবেদন জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকে এখন বাড়িতে থাকার বার্তা দিয়েছেন। পাকিস্তানের গোলায় জম্মুর সাধারণ মানুষের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাক গোলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির মালিক বলেন, “পাকিস্তান কাপুরুষের মতো কাজ করছে। তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের আওয়াজ পেলাম। বাড়ির পাশাপাশি আমাদের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।”