Pakistani spies: বাঁকা আঙুলে ঘি তুলতে চাইছে পাকিস্তান? ২ পাক ‘গুপ্তচর’ গ্রেফতার হতেই পোল খুলে গেল ISI-র

Pakistani spies: প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পলক ও সুরজের যোগাযোগ ছিল জেলবন্দি হরপ্রীত সিংয় ওরফে পিট্টু/হ্যাপির সঙ্গেও। এই হ্যাপি বর্তমানে অমৃতসর কেন্দ্রীয় কারাগারে বন্দি। সে কোন কোন কাজে পলক-সুরজকে সাহায্য করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Pakistani spies: বাঁকা আঙুলে ঘি তুলতে চাইছে পাকিস্তান? ২ পাক ‘গুপ্তচর’ গ্রেফতার হতেই পোল খুলে গেল ISI-র
প্রতীকী ছবি Image Credit source: Meta AI

| Edited By: জয়দীপ দাস

May 04, 2025 | 11:23 AM

নয়া দিল্লি: পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার দুই। সাধারণ মানুষের মধ্যে মিশে নজর রাখছিল সেনার গতিবিধির উপর। লুকিয়েই তোলা হচ্ছিল সেনা ছাউনির ছবি। আর সুযোগ বুঝে সেই সব স্পর্শকাতর তথ্য় পাচার হয়ে যাচ্ছিল পাকিস্তানে। শেষ পর্যন্ত অমৃতসর পুলিশের তৎপরতায় ভেস্তে গেল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ছক। গ্রেফতার পলক শের মসীহ ও সুরজ মসীহ নামে দুই ব্যক্তি। অভিযোগ, আম-আদমির ছদ্মবেশে দীর্ঘদিন থেকেই ভারতের মাটিতে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছিল এই দুই ব্যক্তি। ইতিমধ্যেই অফিসিয়াল সিক্রেট অ্য়াক্টে এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পলক ও সুরজের যোগাযোগ ছিল জেলবন্দি হরপ্রীত সিংয় ওরফে পিট্টু/হ্যাপির সঙ্গেও। এই হ্যাপি বর্তমানে অমৃতসর কেন্দ্রীয় কারাগারে বন্দি। সে কোন কোন কাজে পলক-সুরজকে সাহায্য করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যন্ত স্পর্শকাতর জায়গার ছবি তুলেছে পলক-সুরজ। এখানেই সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা। ঘটনার নেপথ্যে আইএসআই যোগের সম্ভবনাই সে কারণে উড়িয়ে দিতে পারছেন না কেউ। অনেকেই জোর দিয়ে বলছেন এর পিছনে আইএসআইয়ের হাত রয়েছে। কয়েকদিন আগেও পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয় পাঠান খান নামে এক ব্যক্তিকে।

রাজস্থানের ভারত-পাক সীমান্তে ভারতীয় সেনার ছবি ও ভিডিয়ো তুলে পাকিস্তানি হ্যান্ডেলারদের পাঠাচ্ছিল বলে অবিযোগ পাঠান খান নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। জয়সালমীর পুলিশ, সিআইডি ও ইন্টেলিজেন্স ব্যুরোর যৌথ অভিযানে শেষ পর্যন্ত পাকড়াও হয় সে। এবার পঞ্জাব থেকে একই অভিযোগ গ্রেফতার আরও দুই।