
‘অউর স্ত্রী, কাল আনা…’ রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’ ছবির এই দৃশ্য আজও গেঁথে রয়েছে সকলের মনে। বাস্তবে এখন জেল্লার সুলতানাবাদের মার্কণ্ডেয় কলোনির বাসিন্দা। তাঁদের এখন বলতে হচ্ছে “হে আত্মা, কাল এসো”। এই সব কিছুর পিছনে রয়েছে রহস্যময় আগুন। যা সেখানকার বাসিন্দাদের নিশ্বাস নেওয়ায় বিপদজনক করে তুলেছে। স্থানীয়দের বিশ্বাস এটি কোনও আত্মার কাজ।
গত কয়েকদিন ধরে অদ্ভুত ভাবে কোনও কারণে পেদ্দাপল্লি জেলার সুলতানাবাদের মার্কণ্ডেয় কলোনিতে পুড়ে ছাই হয়ে গিয়েছে একের পর এক ঝুপড়ি। স্থানীয়রা জানান, কোথা থেকে, কী ভাবে আগুন লাগছে তা অনেক খুঁজেও বার করতে পারেননি তাঁরা। কিন্তু খড়ের চালের একের পর এক ঝুপড়িতে গত কয়েকদিনে অগ্নি সংযোগের ঘটনায় ভীত সকলে।
আতঙ্কের মধ্যেই দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ঘরের জিনিসপত্র থেকে ছাদের চাদর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নিমেষের মধ্যে।
দু’মাস আগেও একই কলোনিতে আগুন লেগেছিল। এরপরেই কেউ কেউ ভূতের ডাক্তারের সঙ্গে পরামর্শ করার কথাও বলেন কেউ কেউ। ওই এলাকায় একটি মন্দির স্থাপন করার কথাও বলেছেন অনেকে। সেই মতো একটি মন্দির স্থাপন করা হয়। কিন্তু তার দু’মাসের মধ্যে একই ঘটনা ঘটায় আতঙ্কিত কলোনির বাসিন্দারা।
স্থানীয়দের বিশ্বাস এই সবই কোনও আত্মার কাজ। কলোনির বাসিন্দারা বাড়ির চারপাশে পাহারা দিচ্ছেন। কী ভাবে অগ্নি সংযোগ হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।